• তথ্যে বঞ্চনার অভিযোগ খন্ডন বিজেপির, আসল তথ্য কোথায় বলে আক্রমণ তৃণমূলের ...
    আজকাল | ০৩ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রের বঞ্চনা। যেই অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। লোকসভা থেকে বিধানসভা নির্বাচন, প্রতিটি নির্বাচনেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস সুর চড়িয়েছে বিজেপির বিরুদ্ধে। এমনকী সদ্য হওয়া কেন্দ্রীয় বাজেট নিয়ে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে তৃণমূল সরব হয়েছে।

    যদিও তৃণমূল বা বিজেপির পারস্পরিক এই দাবিকে 'গট আপ গেম' বলেই মনে করছে সিপিএম। রাজ্য সিপিএম নেতা কৌস্তুভ চ্যাটার্জি বলেন, 'তৃণমূল এবং বিজেপির এই তু তু ম্যায় ম্যায়-এর মাঝে পড়ে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। কেন ১০০ দিনের টাকার প্রতারণা নিয়ে কাউকে গ্রেপ্তার করা হল না? জবাব আছে?'
  • Link to this news (আজকাল)