• বেআইনি যান রুখতে সারপ্রাইজ ভিজিটের নির্দেশ হাইকোর্টের
    দৈনিক স্টেটসম্যান | ০৩ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওঠে বেআইনি যান সংক্রান্ত মামলা। এবার সারপ্রাইজ ভিজিট করতে হবে। জেলা প্রশাসনকে নির্দেশ দিল হাইকোর্ট। অটো, টোটো, ই-রিক্সা, ম্যাজিক, ট্রেকার- যে কোনও গাড়ি বেআইনিভাবে চলাচল করলেই বাজেয়াপ্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। বিশেষ দল তৈরি করে সারপ্রাইজ ভিজিটের নির্দেশ দেওয়া হয়েছে। নদিয়া জেলার একটি অটো রুট সংক্রান্ত জনস্বার্থ মামলায় এমনই নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই জেলা জুড়ে সারপ্রাইজ ভিজিট করে বেআইনি যান বাজেয়াপ্ত করার নির্দেশ। আগামী ৮ সপ্তাহের মধ্যে পদক্ষেপের নির্দেশ নদিয়া আরটিও-কে। প্রসঙ্গত এর আগেও বেশ কয়েকবার বেআইনি যান নিয়ে পদক্ষেপের নির্দেশ দেয় হাইকোর্ট।

    তবে নদিয়া জেলার রানাঘাটের অটো রুট সংক্রান্ত জনস্বার্থ মামলায় সারপ্রাইজ ভিজিট করে ‘যান’ বাজেয়াপ্ত করার নিদান সর্বশেষ সংযোজন। ২০১০ সালে পরিবহন বিভাগের নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়। রাজ্যে নতুন করে কোনও অটো রুটে নতুন কোনও পারমিট দেওয়া যাবে না। এক জেলার বাইরে কোথাও অটো চলতে পারবে না। নতুন অটো পারমিটের ক্ষেত্রে খতিয়ে দেখতে হবে রাস্তার অবস্থা, ট্রাফিকের যানজট ইত্যাদি। রানাঘাট এসবিআই মোড় থেকে পায়রাডাঙা স্টেশন পর্যন্ত অটো রুটে যানজট হয়। ওই রুটে নতুন করে অটো পারমিশন দিচ্ছে কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন কিছু অটোচালক। অটো রুটের বর্তমান অবস্থা পরিদর্শন করে আরটিও-কে পদক্ষেপেরও নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের।

  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)