• বৃষ্টির ধাক্কায় ভেঙে পড়তে পারে স্কুল, ভয়ে পরীক্ষাই বাতিল করে দিল কর্তৃপক্ষ...
    আজকাল | ০৩ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে মুর্শিদাবাদ জেলার বেশীরভাগ অংশ। ব্যাহত হয়েছে জনজীবন। টানা জল পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের অন্তর্গত পছিপাড়া প্রাথমিক বিদ্যালয়। আর স্কুল ভবনের এই অবস্থায় বাতিল করে দেওয়া হয়েছে পরীক্ষা। স্কুল সূত্রে খবর, বর্তমানে দ্বিতীয় পর্বের মূল্যায়ন চলছে। স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে আসার কথা ছিল শুক্রবার। কিন্তু বিদ্যালয়ের অবস্থা এতটাই খারাপ যে পরীক্ষা বাতিল করে দিয়েছে কর্তৃপক্ষ।

    তাঁদের আশঙ্কা বিদ্যালয় ভবনটি যখন তখন ভেঙে পড়তে পারে।' জানা গিয়েছে, স্কুলের পাশে একটি নতুন ভবন নির্মাণের কাজ শুরু হলেও কোনও এক অজ্ঞাত কারণে সেই কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। যে কারণে ক্লাস করতে হচ্ছে পুরোনো বিল্ডিংয়েই। কিন্তু বৃষ্টির কারণে পরীক্ষা বাতিল করা হলেও প্রত্যেকদিন স্কুল বন্ধ রাখা সমস্যার বলে জানিয়েছেন প্রধান শিক্ষিকা। শুধুমাত্র ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বন্ধ রাখা হয়েছে স্কুল।
  • Link to this news (আজকাল)