জমা জলে জেরবার, অন্ডাল বিমানবন্দরে সমস্ত উড়ান বাতিল
এই সময় | ০৩ আগস্ট ২০২৪
এই সময়, দুর্গাপুর:
তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত থেকে জল জমতে শুরু করে। শুক্রবার সকাল ৮টার সময়ে ইন্ডিগোকে জানানো হয় যে উড়ান ওঠানামার পরিস্থিতি নেই। উড়ান বাতিলের কথা ইন্ডিগো যাত্রীদের মেসেজ করে জানিয়ে দেয়।’শুক্রবার সকাল থেকেই ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে বিমানবন্দরে যাওয়ার রাস্তা জলের তলায়। বিমানবন্দরে চেকিং কাউন্টার, প্যাসেঞ্জার লাউঞ্জ, অফিস সমস্ত জায়গায় হাঁটু সমান জল। সেই জলে সাপ ঘুরতেও দেখা গিয়েছে। বিমানবন্দরের কর্মীরা জানান, এর আগেও বৃষ্টির জন্য উড়ান পরিষেবা ব্যাহত হয়েছে।
কিন্তু এ বারের মতো ভয়াবহ পরিস্থিতি হয়নি। এ দিন অন্ডাল থেকে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল দুর্গাপুরের অরুণ শর্মার। তাঁর বক্তব্য, ‘উড়ান বাতিলের মেসেজ আসার পরে সোশ্যাল মিডিয়ায় এয়ারপোর্টের ছবি-ভিডিয়ো দেখে চমকে উঠেছিলাম। যা পরিস্থিতি, মনে হয় না শনিবারও পরিষেবা স্বাভাবিক হবে।’