• নিম্নচাপের দোসর সক্রিয় মৌসুমী বায়ু, শনিবারও দিনভর বৃষ্টির পূর্বাভাস
    এই সময় | ০৩ আগস্ট ২০২৪
  • গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পাশাপাশি সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও পূর্ব-পশ্চিম অক্ষরেখা। আর এই ত্রিফলায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিছুটা কমবে বৃষ্টির প্রভাব। এ দিন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হতে পারে।ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তা অবস্থান করছে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায়। আগামী ২৪ ঘণ্টা পুরোপুরি ঝাড়খণ্ড থেকে তা সরে যাবে। ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে তা এগোচ্ছে। যার অভিমুখ বিহার ও উত্তরপ্রদেশ। এছাড়াও পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তর রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত।

    কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। দিন এবং রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে। দিনভর মেঘলা থাকবে আকাশ। তবে অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা।

    শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াস কম এবং শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৮০ শতাংশ।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

    শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান , মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার বিকেলের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। রবিবার থেকে বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    শনিবার ভারী বৃষ্টিপাত হতে পারে উপরের পাঁচ জেলাতেই। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার , কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। মালদা ও উত্তর-দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী বৃষ্টিপাত হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং এই তিন জেলাতে। সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহারে। মঙ্গলবারও উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার জন্য।
  • Link to this news (এই সময়)