• এবার খেলা হবে দিবসের জন্যে ক্লাবগুলিকে দেওয়া হবে ১৫০০০ টাকা করে!
    হিন্দুস্তান টাইমস | ০৩ আগস্ট ২০২৪
  • ১৬ অগস্ট খেলা হবে দিবস পালনের জন্য ১৫ হাজার টাকা করে দেওয়া হবে ক্লাবগুলিকে। শুক্রবার এমনই ঘোষণা করল রাজ্যের ক্রীড়া দফতর। এর আগে মুখ্যমন্ত্রী দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলিকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন। আর এবার খেলা হবে দিবসের জন্যে ১৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হল। জানা গিয়েছে, রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা, ৬টি পুরনিগমে এই কর্মসূচি পালন করা হবে। আর কলকাতা পুরনিগমের অধীনে থাকা ১৪৪টি ওয়ার্ডেই পালন করা হবে এই কর্মসূচি। খেলা হবে দিবস পালনের জন্য প্রত্যেক ইউনিটকে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া জেলায় জেলায় যে ক্লাবগুলি খেলা হবে দিবস পালন করার অনুমোদন পেয়েছে, তাদেরও ১৫০০০ টাকা করে দেওয়া হবে। রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ সচিবের তরফ থেকে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে জেলাশাসকদের।


    উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে জয়ের পর খেলা হবে দিবস পালনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্যে ১৬ অগস্টের দিনটিকে বেছে নেওয়া হয়েছিল। উল্লেখ্য, ১৯৮০ সালের ১৬ অগস্ট ইডেন গার্ডেন্সে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তাতেই ১৬ জনের মৃত্যু হয়েছিল। এই আবহে সেই দিনটিকে ‘ফুটবল লাভার্স ডে’ হিসেবে পালন করা হয় ময়দানে। সেজন্য ১৬ অগস্টকে বেছে নেন মুখ্যমন্ত্রী। অবশ্য, নির্বাচনের সময় এই 'খেলা হবে' স্লোগানটি রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়েছিল।


    এদিকে এবছর দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলির অনুদান একলাফে অনেকটা বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ফায়ার লাইসেন্স থেকে শুরু করে কলকাতা পুরসভার যে কর তা সম্পূর্ণ মুকুব করে দেওয়া হয়েছে। পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসে মমতা ঘোষণা করেন, এবার প্রত্যেক ক্লাবকে ৮৫ হাজার টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেছিলেন, ‘‌আগেরবার অনুদান ছিল ৭০ হাজার। এবার কি পুরোপুরি করে দেবো?‌ এখনই যদি সেটা করে দিই তাহলে পরের বছর কী করবেন?‌ তাই এবার প্রত্যেক পুজো কমিটিকে ৮৫ হাজার টাকা অনুদান দেওয়া হবে। আর সিইএসসি’‌র সঙ্গে কথা বলে নিয়েছি। আগে বিদ্যুৎ ছাড় ছিল ৬০ শতাংশ। এবার তা ৭৫ শতাংশ করতে হবে। কারণ বিদ্যুতের দাম খুব বেড়ে গিয়েছে। আর এই বছর দুর্গাপুজোর কার্নিভাল হবে ১৫ তারিখ।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)