• তিন মাসে রেকর্ড, সৌরবিদ্যুৎ উৎপাদনে নজির পূর্ব রেলের
    এই সময় | ০৩ আগস্ট ২০২৪
  • প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও সেই সঙ্গে অচিরাচরিত শক্তি ব্যবহার করার ব্যাপারে ঝাঁপিয়েছে পূর্ব রেল। পূর্ব রেলের অধীনস্থ স্টেশন এবং ওয়ার্কশপগুলিতে বাড়ানো হচ্ছে সৌরশক্তির ব্যবহার। কার্বন ফুটপ্রিন্ট কমানোর উদ্দেশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে রেল।পূর্ব রেল সূত্রে খবর, 2023-24 সালের প্রথম তিন মাসে (এপ্রিল-জুন) 61,45,079 KWh সৌর বিদ্যুৎ উৎপন্ন করা হয়েছে। যা গত বছরের তুলনায় 26,80,003 KWh বেশি। এর মধ্যে হাওড়া ডিভিশনে 17,34,349 KWh, শিয়ালদা ডিভিশনে 6,12,795 KWh, আসানসোল ডিভিশনে 45,729 KWh এবং মালদা বিভাগ 1,98,435 KWh উৎপাদন করেছে।

    পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, নতুন সৌর ইউনিট স্থাপনের কারণেই শক্তি উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। হাওড়ায় 65,928 KWh, শিয়ালদহ 80,629 KWh, এবং মালদা ডিভিশনে 19,710 KWh শক্তি উৎপাদন বেড়েছে। লিলুয়া ওয়ার্কশপ 9,42,623 KWh, কাঁচরাপাড়া ওয়ার্কশপ 11,53,881 KWh এবং জামালপুর ওয়ার্কশপ 14,57,267 KWh উৎপাদন করে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

    রেলের পরিসংখ্যান অনুযায়ী, নতুন সৌর ইউনিট স্থাপনের পরিমাণ 6,61,617 KWh, যা 2024-25 এর জন্য মোট শক্তি খরচের 7.19% অবদান রাখছে। উল্লেখ্য, সৌর বিদ্যুৎ উৎপাদনে পূর্ব রেলের ২০২৩-২৪ আর্থিক বছরে মোট সাশ্রয় হয়েছে ৫.৪৭ কোটি টাকা।

    বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘আমরা সৌরশক্তিকে কাজে লাগানোর মাধ্যমে কেবল আমাদের স্টেশন এবং ওয়ার্কশপগুলিকে আলোকিত করছি না, উন্নততর ভবিষ্যত গঠনের দিকে এগোচ্ছি।’ তাঁর কথায়, কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য পরিবেশের উপর বড় প্রভাব পড়ছে। আগামী দিনে পরিবেশকে যাতে আরও সবুজ করে তোলা যায়, সেদিকেই এগোচ্ছে পূর্ব রেল।’ আগামী দিনে যাতে সৌরশক্তি উৎপাদনের ব্যবহার আরও বাড়ানো যায়, সে ব্যাপারেও নজর দিচ্ছে পূর্ব রেল।
  • Link to this news (এই সময়)