• টানা বৃষ্টির মধ্যেই ৭০ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি
    এই সময় | ০৩ আগস্ট ২০২৪
  • নিম্নচাপ ও টানা বর্ষণের জেরে জল ছাড়ল ডিভিসি। সেচ দপ্তরের অনুরোধে বৃহস্পতিবার মাঝরাত থেকে মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়া বন্ধ ছিল। কিন্তু, ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকায় বদল করা হয় সেই সিদ্ধান্ত। মাইথন এবং পাঞ্চেত জলাধারে প্রচুর পরিমাণ জল জমা হতেই শুক্রবার সেখান থেকে ৬ হাজার করে মোট ১২ হাজার কিউসেক জল ছাড়া হয়। ডিভিসি সূত্র খবর,২৩ থেকে ৫০ হাজার কিউসেক জল ছাড়া হলে তা সবুজ সঙ্কেতের আওতায় ধরা হয়ে থাকে।অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলায় গত দু'দিন ধরে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে। ফলে দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় ৭০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিপাত হওয়ায় দুর্গাপুর ব্যারেজ থেকে শুক্রবার জল ছাড়া হয়েছিল প্রায় ২০ হাজার কিউসেকের বেশি। যদিও এ দিন ৭০ হাজার কিউসেক জল ছাড়া হলেও বিপদসীমার ঊর্ধ্বে তা যায়নি। ব্যারেজের নিম্নভাগে বন্যাপ্লাবিত হওয়ার আশঙ্কা এখনও নেই, ডিভিসি সূত্রে খবর এমনটাই। পাঞ্চেত এবং মাইথন থেকে ছাড়া জল দুর্গাপুর ব্যারেজে পৌঁছবে গভীর রাতে।

    আবহাওয়া দফতর জানাচ্ছে , এখনই বৃষ্টিপাত কমার কোনও সম্ভাবনা নেই। নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে নাগাড়ে বৃষ্টিপাত হচ্ছে। তাই আগে থেকেই সতর্ক ডিভিসি কর্তৃপক্ষ। ড্যামে প্রচুর জল জমা রয়েছে। ফলে টানা বৃষ্টি বলে বেশি পরিমাণ জল ছাড়তে হবে ডিভিসিকে। এদিকে দামোদরের জল ছাড়ায় রাজ্যের নিম্ন অববাহিকা অঞ্চলে যাতে কোনও বিশেষ প্রভাব না পড়ে সেই দিকে নজর দেওয়া হচ্ছে।
  • Link to this news (এই সময়)