• মানবিক পুলিশ, বিহারের এক মানসিক রোগীকে বাড়ি ফেরাল চুঁচুড়া থানা...
    আজকাল | ০৩ আগস্ট ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: ‌‌সম্প্রতি অজ্ঞাত মানুষদের নিয়ে বিভিন্ন জায়গায় সৃষ্টি হচ্ছে অস্থিরতা। অস্বাভাবিকতা নজরে পড়লে তৈরি হচ্ছিল সন্দেহের বাতাবরণ। মারধরের মতো ঘটনাও ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উগ্যোগী পুলিশ প্রশাসন। মানুষকে সচেতন করতে চলছে প্রচার। এমন পরিস্থিতির মধ্যেই আচরণে অস্বাভাবিকতা দেখে অজ্ঞাত এক ব্যক্তিকে খোঁজ নিয়ে বিহারে ফিরিয়ে দিল চুঁচুড়া থানা। মানবিক মুখ চন্দননগর পুলিশের। জানা গেছে, দিন দশেক আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন বিহারের জামুই জেলার বছর চল্লিশের ধরম মাহাতো। মানসিকভাবে অসুস্থ ধরম। রাঁচীতে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা চলছে তাঁর। জানিয়েছেন স্ত্রী চাঁদনী দেবী।

    ধরমের স্ত্রী খবর পেয়ে ব্যান্ডেলে তাঁর জামাইবাবু বলদেব মাহাতোকে জানায়। থানায় গিয়ে খোঁজ নিতে বলেন। শনিবার থানায় এসে ধরম মাহাতোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় তাঁর পরিবার। এই প্রসঙ্গে চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, রবীন্দ্র নগরে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি অস্বাভাবিক আচরণ করছিল। তাঁকে উদ্ধার করে পুলিশ। বিহারে তাঁর বাড়ির ঠিকানায় খোঁজ করে খবর দেয়। খবর পেয়ে এদিন তাঁর পরিবারের সদস্যরা চুঁচুড়া থানায় আসেন। ওই ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।ছবি:‌ পার্থ রাহা



  • Link to this news (আজকাল)