রাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল পথ কুকুর...
আজকাল | ০৩ আগস্ট ২০২৪
মিল্টন সেন, হুগলি: রাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুৎপৃষ্ট হল কুকুর। বাঁশবেড়িয়া পঞ্চাননতলায় ব্রীজ তৈরির কাজ করছে এলএন্ডটি। সেখানে পড়েছিল কাজের জন্য নেওয়া বিদ্যুৎ এর ছেঁড়া তার। পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় দুটি পথ কুকুরের। স্থানীয়দের অভিযোগ নির্মাণ কোম্পানির উদাসীনতার দিকে। পথচারীদের বড় বিপদ হতে পারত। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বাঁশবেড়িয়া পঞ্চাননতলা এলাকায়। কল্যানী ব্রীজ তৈরির কাজ করছে এলএন্ডটি কোম্পানী। পঞ্চাননতলা এলাকা দিয়ে যাওয়া ইলেকট্রিক কেবলের তার ছিঁড়ে পড়েছিল রাস্তায়। সেই তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুটি পথ কুকুরের মৃত্যু হয়। এই দৃশ্য নজরে আসতেই তড়িঘড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। জায়গাটি ঘিরে দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী। ঘটনাস্থলে পৌঁছয় মগড়া থানার পুলিশ বিদ্যুৎ দপ্তরের আধিকারিক এবং কর্মীরা। এই প্রসঙ্গে চেয়ারম্যান জানিয়েছেন, বাঁশবেড়িয়া ইলেকট্রিক অফিস থেকে এলএন্ডটি বিদ্যুৎ নিয়েছিল। কল্যানী ব্রিজ তৈরির কাজ চলছে। ইলেকট্রিক কেবলের উপর দিয়ে ওই কোম্পানীর ভারী যানবাহন যাতায়াত করছে, তাই লাইনটা বাস্ট করে। দুটো কুকুর মারা গেছে। চেয়ারম্যানের অভিযোগ, বিদ্যুৎ নিয়ে গাফিলতি তাঁর নজরে এসেছে। গোটা বিষয়টি তিনি মহকুমাশাসক–কে জানিয়েছেন। এলএন্ডটি–র সঙ্গেও বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। এলএন্ডটি কোম্পানীর অ্যাডমিনিস্ট্রেটর দেবীদত্ত মহান্তি ফোনে জানান, রাস্তার রিপেয়ারিং এর কাজ করার সময় কেবল ছিঁড়ে গিয়েছিল। সেটা প্রথমে বোঝা যায়নি। পরে জানার পরই ব্যারিকেড করে দেওয়া হয়েছে। যে ফল্ট ছিল তা ঠিক করে দেওয়া হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে।