একটানা বৃষ্টি, এরই মধ্যে ৪৮০০০ কিউসেক জল ছাড়ল ডিভিসি
আজকাল | ০৩ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। জায়গায় জায়গায় জমে গিয়েছে জল। এরই মধ্যে ব্যারেজ থেকে জল ছাড়ল ডিভিসি। শনিবার সকালে মাইথন ব্যারেজ থেকে ছাড়া হয়েছে ১২০০০ কিউসেক ও পাঞ্চেত ব্যারেজ থেকে ৩৬০০০ কিউসেক জল। ডিভিসি’র পক্ষ থেকে অরবিন্দকুমার সিং জানিয়েছেন এখবর।
একদিকে যেমন বৃষ্টির জল জমা হচ্ছিল দুর্গাপুর জলাধারে তেমনি ডিভিসির জল এসে পৌঁছতেই চাপ বেড়ে যায়। স্বাভাবিক নিয়মেই জলাধার চাপমুক্ত করতে দুর্গাপুর জল ছেড়ে দেয়। তবে ভারী বৃষ্টি যদি আরও স্থায়ী হয় তবে ব্যারেজগুলিতে জলের চাপ বাড়বে। ভারমুক্ত হতে জল ছাড়বে ব্যারেজগুলি। অতিরিক্ত জল ছাড়লে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বর্ধমান ও হুগলি জেলার কিছু কিছু জায়গায়।