• স্রোতের টানে সেতু থেকে নদীতে গড়িয়ে গিয়েছিল গাড়ি, ১২ ঘন্টা পর উদ্ধার গাড়ি ও চালকের দেহ...
    আজকাল | ০৩ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জলের তোড়ে সেতু থেকে গড়িয়ে গাড়ুই নদীতে তলিয়ে গিয়েছিল গাড়ি। শনিবার সকালে প্রায় ১২ ঘন্টা পর পুলিশের সহযোগিতায় সিভিল ডিফেন্সের কর্মীরা নদী থেকে গাড়িটি উদ্ধার করেন। সেইসঙ্গে উদ্ধার করেন গাড়িতে আটকে থাকা চালকের দেহ। মৃত চঞ্চল বিশ্বাস (৫৯) একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। আসানসোলের ধাদকার সুগম পার্কের বাসিন্দা। এদিন সকালে উদ্ধারের পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত কেন্দ্রীয় সংস্থা বিসিসিএল‌–এর প্রাক্তন কর্মী ছিলেন বলে স্থানীয়রা জানান। 

    গোটা রাজ্যের মতো শুক্রবার আসানসোলেও প্রবল বৃষ্টিতে জায়গায় জায়গায় জল জমে যায়। গাড়ি চালিয়ে রাতে যখন চঞ্চল বাড়ি ফিরছিলেন সেইসময় কল্যাণপুর হাউজিং নিচু ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় সেতু থেকে পাশেই নদীতে তাঁর গাড়ি গড়িয়ে যেতে থাকে। স্থানীয়রা জানিয়েছেন, সেতুর ওপর দিয়ে জল এত প্রবল স্রোতে বইছিল যে চেষ্টা করেও গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেননি চঞ্চল। নিজেও গাড়ি থেকে বের হতে পারেননি। 

    রাতেই খবর পেয়ে আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু সেইসময় নদীতে জল খুব বেশি থাকায় গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি। গাড়িটি পুরোপুরি তলিয়ে গিয়েছিল। এদিন সকালে ফের পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা খোঁজ শুরু করেন। পাওয়া যায় গাড়িটির সন্ধান। দেখা যায়, গাড়ির ভেতরেই আটকে আছে তাঁর দেহ। স্থানীয় এক বাসিন্দা জানান, চালকের পকেটে থাকা মোবাইল ফোনটির কিন্তু কোনও ক্ষতি হয়নি। এদিন সকালেও তাঁর ফোন বেজে গিয়েছে।
  • Link to this news (আজকাল)