• ভারী বৃষ্টিতে জল থৈ থৈ কলকাতা এয়ারপোর্ট, স্বাভাবিক বিমান পরিষেবা
    এই সময় | ০৩ আগস্ট ২০২৪
  • পার্কিং এলাকায় যত দূর চোখ যাচ্ছে জল থৈ থৈ অবস্থা। কলকাতা এয়ারপোর্টের পার্কিং বে জলমগ্ন সকাল থেকেই। বিমানবন্দরের অ্যাপ্রন এলাকাতেও জল জমে রয়েছে। তবে, বিমানবন্দরের রানওয়েতে জল জমেনি বলে খবর। ফলত, শেষ পাওয়া খবর অনুযায়ী বিমান ওঠা-নামায় কোনও সমস্যা হচ্ছে না।কলকাতা বিমানবন্দর এলাকার ভেতর যে অংশটিতে বিমান দাঁড় করানো থাকে, সেই অংশটি জলে ভরে গিয়েছে। কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে বিমানবন্দরের কর্মীদেরও। জমা জলের মধ্যেই কাজ সারতে হচ্ছে তাঁদের। জলের উপরই দাঁড়িয়ে রয়েছে একের পর বিমান। বিমানবন্দরের সেই জল থৈ থৈ অবস্থার ছবি প্রকাশ্যে এসেছে।

    এদিকে, টানা তিনদিনের বৃষ্টিতে জলমগ্ন ভিআইপি রোড। হয় না। এলাকাবাসীর অভিযোগ, নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে৷ জল জমে থাকায় সকাল থেকেই যান চলাচলের গতিও কমে গিয়েছে। ভিআইপি রোডে যান চলাচল অন্যান্য রাস্তার থেকে এমনিতেই বেশি থাকে৷ তার উপর জলমগ্ন হওয়ায় সমস্যা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। ভারী বৃষ্টির কারণে জলমগ্ন বিধাননগর পুরসভার বিভিন্ন এলাকাও। দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। জলমগ্ন আইটি সেক্টর, সেক্টর ফাইভ, সল্টলেক। কতক্ষণে এই জল নামে সেই অপেক্ষাতেই রয়েছে নাগরিকরা।

    শুক্রবার রাত থেকে ঝেঁপে বৃষ্টি হওয়ার কারণে শনিবার সকাল থেকেই জলমগ্ন কলকাতা শহরের বিস্তীর্ণ এলাকা। আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন ভোর ৪টে থেকে সকাল ৬টা পর্যন্ত সবথেকে বেশি ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে উল্টোডাঙা এলাকায়। ওই দু’ঘণ্টায় খিদিরপুর পামারবাজারে বৃষ্টির পরিমাণ ৪১ মিলিমিটারের কাছাকাছি। এছাড়া শহরের অন্যান্য অংশে যেমন চিংড়িঘাটায় ৩৯, তপসিয়ায় ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে ভোর ৪টে থেকে সকাল ৬টার মধ্যে।

    উল্লেখ্য, আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী কিছুদিন কলকাতা সহ শহরতলি এলাকায় বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের জন্য জারি করা হয়েছে সতর্কতা।
  • Link to this news (এই সময়)