• বৃষ্টিতে ঘরবন্দি বারুইপুরে পুর পরিষেবা নিয়ে ক্ষোভ
    এই সময় | ০৩ আগস্ট ২০২৪
  • এই সময়, বারুইপুর: বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে কার্যত বারুইপুর পুর এলাকার বাসিন্দারা ঘরে আটকে পড়েছেন। রাস্তাঘাট সর্বত্র জলে থইথই করছে। শুধু তাই নয় অনেক ওয়ার্ডের ঘরে, গ্যারাজে জল ঢুকে গিয়েছে। পুর এলাকায় বেড়েছে সাপ, পোকামাকড়ের উপদ্রব। পরিস্থিতি এমনই যে বারুইপুর পুরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে অর্ধেক ওয়ার্ডেই জল দাঁড়িয়ে গিয়েছে।পুর পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার বাসিন্দারা। বিশেষ করে ৪ ও ১১ নম্বর ওয়ার্ডের অবস্থা বেশ করুণ। স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে বৃষ্টি বন্ধ হওয়ায় জলমগ্ন ওয়ার্ডগুলি থেকে জল নামতে শুরু করেছিল। কিন্তু শুক্রবার থেকে ফের বৃষ্টি শুরু হওয়ায় পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়। বারুইপুর পুরসভা আটটি পাম্প চালিয়েও জল নামাতে পারেনি।

    এই পরিস্থিতিতে আদিগঙ্গা ও সূর্যপুর খাল থেকেও জল নিষ্কাশন সে ভাবে হচ্ছে না। এ দিন ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অর্চনা ভদ্র পরিস্থিতি দেখতে এলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন। কাউন্সিলারকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন সকলে। নিয়মিত ড্রেন পরিষ্কার হয় না বলে অভিযোগ করেন স্থানীয়রা।

    ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসীমা মণ্ডল বলেন, ‘আমার ঘরের মধ্যেই জল ঢুকে রয়েছে। রান্না করতে পারছি না। সাপ, পোকামাকড় ঘোরাঘুরি করছে। রাস্তার জল আর ড্রেনের নোংরা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। কবে যে এই জমা জল থেকে মুক্তি পাব জানি না।’

    কাউন্সিলার অর্চনা ভদ্র বলেন, ‘বৃষ্টির থামছেই না। যে কারণে জল জমে গিয়েছে। লাগাতার পাম্প চালিয়ে জল নিষ্কাশনের কাজ চলছে। তবে রেললাইনে তলা দিয়ে নিকাশির ব্যবস্থা করা না গেলে স্থায়ী সমাধান হবে না।’ ড্রেন পরিষ্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘এক শ্রেণির মানুষ প্লাস্টিক এবং অন্যান্য সামগ্রী ড্রেনে ফেলেন। সেটা বন্ধ না হলে কিছু হবে না।’

    পুরসভার চার নম্বর ওয়ার্ডের পরিস্থিতি যথেষ্ট খারাপ। এখানেও একাধিক বাড়িতে জল ঢুকে গিয়েছে। বারুইপুর পুরসভার উপপুরপ্রধান গৌতম দাস বলেন, ‘পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে বেশ কিছু ওয়ার্ডে জল জমেছে। আমরা পাম্প চালিয়ে দ্রুত জল নামানোর চেষ্টা করছি। কিন্তু টানা বৃষ্টিতে জল নামছে না।’
  • Link to this news (এই সময়)