টানা বৃষ্টিতে কলকাতা বিমানবন্দর জলমগ্ন। রিপোর্ট অনুযায়ী, বিমানবন্দরের পার্কিং বে-তে জল জমে আছে। সারা রাত এবং ভোরের দিকে বৃষ্টির জেরেই এই পরিস্থিতি তৈরি হয়। তবে বিমানবন্দরের রানওয়েতে কোনও জল নেই। এই আবহে আপাতত কলকাতা থেকে বিমান পরিষেবা অব্যাহত আছে। এদিকে কলকাতা বিমানবন্দরের জলমগ্ন পরিস্থিতির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে পরপর দাঁড়িয়ে আছে এয়ার ইন্ডিয়া থেকে ইন্ডিগোর বিমান। একটি গাড়ি সেখান দিয়ে যাচ্ছে, আর তাতেই ঢেউ গিয়ে পড়ছে বিমানের চাকায়।
এদিকে বৃষ্টিতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর জলমগ্ন হয়েছে। এই আবহে অন্ডাল বিমানবন্দর ডুবে গিয়েছিল শুক্রবার। এ রজেরে ব্যাহত হয়েছিল বিমান পরিষেবা। বাতিল হয় বেঙ্গালুরু, হায়দরাবাদ ও দিল্লির তিনটি উড়ান। দেশের একমাত্র বে-সরকারি বিমাননগরী কর্তৃপক্ষ জানিয়েছে, জলের কারণে তিনটি বিমান ওড়ানো সম্ভব হয়নি। এই আবহে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। এদিকে অন্ডাল বিমানবন্দরের যে সব ভিডিয়ো প্রকাশ্যে আসে, তাতে দেখা যায়, বিমানবন্দরের বে এলাকা, রানওয়ের পাশাপাশি লাউঞ্জ থেকে টিকিট ঘর, লাগেজ বেল্ট থেকে ভিআইপি রুম, সবকিছুই জলে ডুবে গিয়েছে। এদিকে জল নামলেও আজও বাতিল অন্ডাল বিমানবন্দর থেকে উড়ান বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দর সাফাইয়ের কাজের জেরে বন্ধ রাখা হয়েছে বিমানবন্দর।
উল্লেখ্য, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থানরত ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে গতকলই। আজ তা আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই আবহে সকাল হতে না হতেই কলকাতা ও আশেপাশের বিভিন্ন জায়গায় আকাশ কালো করে এসেছে। বহু জায়গায় ঝেঁপে বৃষ্টি নেমেছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে প্রায় দেড় ডিগ্রি নীচে। এদিকে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা কি না স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি নীচে। আজ সারাদিনই কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকতে পারে।
এদিকে আজ কলকাতায় আর ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে শহরে আজও বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি জারি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া কলকাতা লাগোয়া হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও আজ এখনও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সকাল ৮টা পর্যন্ত এই তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এর আগে গতকাল আলিপুরে ২৯.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এদিকে গাঙ্গেও পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে সরে যাবে।