হাওড়া পুরসভার সমস্ত ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ, জারি বিজ্ঞপ্তি
এই সময় | ০৪ আগস্ট ২০২৪
হাওড়া পুরসভার সমস্ত ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে আগামী মঙ্গলবার ৬ অগস্ট দুপুর ২টো থেকে পরের দিন বুধবার সকাল ৬টা পর্যন্ত। ৭ অগস্ট বুধবার সকাল ৬টা থেকে সমস্ত ওয়ার্ডের জল সরবরাহ স্বাভাবিক হতে চলেছে। হাওড়া পুরসভা সূত্রে খবর, জল সরবরাহ করার পাইপ লাইনে বেশ কিছু জায়গায় ছিদ্র পাওয়া গিয়েছে। আর তা মেরামতি করার জন্য উদ্যোগী পুরসভা। সেই কারণেই এই নির্দিষ্ট সময়ে বন্ধ রাখা হবে জল সরবরাহ।পুরসভা সূত্রে খবর, জলের গাড়ির ব্যবস্থা করা হবে এই নির্দিষ্ট সময়ের জন্য। উল্লেখ্য, এই মুহূর্তে প্রবল বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার বিভিন্ন এলাকা। এর মধ্যে এই জল সরবরাহ বন্ধের খবরে উদ্বেগে স্থানীয়রা। হাওড়ার এক বাসিন্দা মহিমা মল্লিক বলেন, ‘পাইপলাইনের কাজের জন্য জল বন্ধ রাখার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু, চারিদিকে এমনিতেই জমা জল নিয়ে আমরা ভুগছি। তার মধ্যে যদি পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হয় সেক্ষেত্রে আমরা বিস্তর সমস্যায় পড়ব।’
একই সুর শোনা গেল অপর বাসিন্দা রাধাকান্ত রায়ের কণ্ঠেও। তিনি বলেন, ‘পানীয় জল সরবরাহ একদিনের জন্যও বন্ধ হলে বহু মানুষ প্রভাবিত হবেন।’ যদিও পুরসভার তরফে আশ্বাস দেওয়া হয়েছে পর্যাপ্ত জলের গাড়ির ব্যবস্থা করা হবে। অন্যদিকে, সম্প্রতি হাওড়ার উলুবেড়িয়া পুরসভা তরফে অভিযোগ করা হয়েছে রাতের অন্ধকারে জল প্রকল্পের ভেতরে থাকা কয়েক লাখ টাকার কর্মাশিয়াল মিটার চুরি করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ১২ লাখ টাকা। এই ঘটনায় উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুরসভার পক্ষ থেকে।
সূত্রের খবর, পুরসভার ৩২টি ওয়ার্ডের বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সরবরাহে করার জন্য জগদীশপুরে পুরসভার একটি জল প্রকল্প রয়েছে। হুগলি নদী থেকে জল তুলে তা পরিশোধন করে পাইপ লাইনের মধ্য দিয়ে বাড়ি বাড়ি সরবরাহ করা হয়। অভিযোগ, বৃহস্পতিবার রাতে এই জল প্রকল্পের ভেতর থেকেই কয়েক লাখ টাকার কর্মাশিয়াল মিটার চুরি করে পালায় দুস্কৃতীরা। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।