ফুড ডেলিভারি বয় সেজে ফ্ল্যাটে ঢুকে ছিনতাই, দুঃসাহসিক ঘটনা বরানগরে
এই সময় | ০৪ আগস্ট ২০২৪
বাড়িতে অনেকেই এখন খাবার ডেলিভারি করার অর্ডার দেন। নামী সংস্থার ফুড ডেলিভারি বয়রা বাড়িতে এসে খাবার পৌঁছে দিয়ে যান। সেরকমই একটি নামী ফুড ডেলিভারি বয় সেজে এসেছিল এক যুবক। ফ্ল্যাটে ঢুকে এক বৃদ্ধাকে ইট দিয়ে আঘাত করে গলার হার ছিনতাই করে পালিয়ে যায় যুবক। ভয়ঙ্কর ঘটনা বরানগর এলাকায়। আতঙ্কিত ওই ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারাও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।বরানগর ১৯৫/১/১এ গোপাল লাল ঠাকুর রোডে বেহায়া পাড়ায় এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ওই ফ্ল্যাটের বাসিন্দা বুলু গোস্বামী (৫৮) নিজের ফ্ল্যাটে ফিরছিলেন। ফ্ল্যাটের নীচে একটি নামী ফুড ডেলিভারি সংস্থার পোশাক পরে থাকা এক যুবক বৃদ্ধাকে জিজ্ঞাসা করে, আবাসনটি ফ্ল্যাট নাকি কোনও বাড়ি? বৃদ্ধা ভেবেছিলেন, ফ্ল্যাটের অন্য কোনও পরিবারে খাবার ডেলিভারি দিতে এসেছে যুবক। বৃদ্ধার সঙ্গে কথা বলেই প্রথমে উপরে উঠে যায় ওই যুবক।
কয়েক মিনিটের মধ্যেই সে ফের সিঁড়ি দিয়ে নীচে নেমে আসে। সিঁড়ি বেয়ে সেই সময় ওই বৃদ্ধা উঠছিলেন। হঠাৎ করেই বৃদ্ধাকে আক্রমণ করে ওই যুবক। বৃদ্ধার পরিবারের দাবি, যুবকের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে একটি থান ইট বের করে মাথায় আঘাত করে ওই যুবক। বৃদ্ধাকে একাধিকবার আক্রমণ করা হয়। এর মাঝেই বৃদ্ধার গলার সোনার চেন ছিনতাই করে নেয় যুবকটি। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধা সিঁড়ির উপরেই লুটিয়ে পড়েন। আহত অবস্থায় চিৎকার করতে থাকেন ওই বৃদ্ধা।
বৃদ্ধার পরিবারের অন্যান্য লোকজন ছুটে আসার আগেই পালিয়ে যায় ওই যুবক। যুবকের মুখে রুমাল বাধা ছিল, মাথায় টুপি ছিল বলে জানিয়েছেন ওই বৃদ্ধা। ওই দুষ্কৃতী বাইকে চেপে এসেছিল। বৃদ্ধা মহিলার গলার সোনার চেন ও লকেট ছিনিয়ে নিয়ে অবাধেই বাইকে চেপে পালিয়ে যায় সে। CCTV ফুটেজে পুরো বিষয়টি রেকর্ডিং হয়েছে। ঘটনার পরেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ওই পরিবারের সদস্যরা।
বৃদ্ধার মেয়ে নিশা গোস্বামী বলেন, ‘যেভাবে আমার মাকে আঘাত করা হয়েছে বড় অঘটন ঘটে যেতে পারতো। এখন বুঝতেই পারছি না কী করব? বাড়ির বয়স্কদের একা বাড়িতে ছেড়ে রেখে যেতেই ভয় করছে।’ পরিবারের তরফে এরপর বরানগর থানায় খবর দেওয়া হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।