এটা কি ফ্ল্যাট বাড়ি? উত্তর দিতেই মারধর করে হার ছিনতাই করল ডেলিভারি বয় সেজে আসা দুষ্কৃতী ...
আজকাল | ০৪ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ডেলিভারি বয় সেজে গলা থেকে হার ছিনতাই। অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের। শনিবার উত্তর ২৪ পরগনার গোপাললাল ঠাকুর রোডের বেহায়া পাড়ায় ঘটনাটি ঘটে।
আক্রান্ত মহিলার চিৎকারে ওই আবাসনের অন্যান্য বাসিন্দারা ছুটে এলেও দুষ্কৃতীকে ধরা যায়নি। দৌড়ে নিচে নেমে সে পালিয়ে যায়। পুলিশের অনুমান, আশেপাশের কোথাও বাইক রেখে এসেছিল ওই দুষ্কৃতী। যা চেপে চম্পট দিয়েছে।