• মুর্শিদাবাদের সালার থানা এলাকা থেকে উদ্ধার প্রচুর ভোটার কার্ড, এলাকায় চাঞ্চল্য ...
    আজকাল | ০৪ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : কয়েক হাজার ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ সালার থানার ক্যানেল পাড় কুলোরি মোড় সংলগ্ন এলাকায়। 

    সালার থানার এক আধিকারিক জানিয়েছেন, ক্যানেল পাড় থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনার পরেই পুলিশ এলাকায় গিয়েছিল এবং এরপরই বিডিও অফিসের সঙ্গে তারা যোগাযোগ করে। পুলিশ সূত্রে খবর, তাদের জানানো হয়েছে, যে ভোটার কার্ডগুলি ক্যানেল পাড় থেকে উদ্ধার হয়েছে তার কোনও 'ডকুমেন্ট ভ্যালু' নেই বলেই সেগুলিকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং ক্যানেল পাড়ে 'ডাম্প' করা হয়েছিল।
  • Link to this news (আজকাল)