• মুর্শিদাবাদের সালার থানা এলাকা থেকে উদ্ধার প্রচুর ভোটার কার্ড, এলাকায় চাঞ্চল্য ...
    আজকাল | ০৪ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : কয়েক হাজার ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ সালার থানার ক্যানেল পাড় কুলোরি মোড় সংলগ্ন এলাকায়। 

    শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা কান্দি -কাটোয়া রাজ্য সড়কের পাশে কুলোরি মোড় থেকে দত্তবরুটিয়া যাওয়ার দিকে একটি জঞ্জালে স্তুপের মধ্যে কিছু ভোটার কার্ড পড়ে থাকতে দেখতে পান। এরপর উৎসুক জনতা সেই কার্ডগুলি সরাতেই জঞ্জালে স্তূপের তলা থেকে উদ্ধার হয়, কয়েক হাজার ভোটার কার্ড। স্থানীয় সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া কার্ডগুলির মধ্যে যেমন প্রচুর পুরোনো ভোটার কার্ড রয়েছে, তেমনই জঞ্জালের স্তুপ থেকে উদ্ধার হয়েছে নতুন ভোটারকার্ডও।

    স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন আগে ক্যানেল পাড় এলাকায় জঞ্জালের স্তুপের মধ্যে ওই ভোটার কার্ডগুলি কেউ বা কারা ফেলে দিয়ে যায়। তবে স্থানীয় বাসিন্দারা প্রথমে বুঝতে পারেননি জঞ্জাল স্তুপের মধ্যে কী পড়ে রয়েছে। গত দু'দিনের বৃষ্টিতে জঞ্জালে স্তুপ কিছুটা ধুয়ে ক্যানেলের জলে মিশে যাওয়াতে ভোটার কার্ডগুলি বেরিয়ে পড়ে।

    রবিন শেখ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন," গত এক সপ্তাহ আগে কেউ বা কারা জঞ্জালে স্তুপের মধ্যে ভোটার কার্ডগুলি ফেলে দিয়ে গিয়েছিল। আমরা পূর্ব পাড়া গ্রামের কয়েকজন বাসিন্দার ভোটার কার্ড ওই এলাকায় খুঁজে পেয়েছি। বিষয়টি সেই সময়ই পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল।"

    সালার থানার এক আধিকারিক জানিয়েছেন, ক্যানেল পাড় থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনার পরেই পুলিশ এলাকায় গিয়েছিল এবং এরপরই বিডিও অফিসের সঙ্গে তারা যোগাযোগ করে। পুলিশ সূত্রে খবর, তাদের জানানো হয়েছে, যে ভোটার কার্ডগুলি ক্যানেল পাড় থেকে উদ্ধার হয়েছে তার কোনও 'ডকুমেন্ট ভ্যালু' নেই বলেই সেগুলিকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং ক্যানেল পাড়ে 'ডাম্প' করা হয়েছিল।
  • Link to this news (আজকাল)