আজকাল ওয়েবডেস্ক: আন্তরাজ্য আলু রপ্তানিতে বাধা পেয়ে দফায় দফায় জাতীয় সড়ক অবরোধ করলেন ধূপগুড়ি এলাকার কৃষকরা। অবরোধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কৃষকদের। ঘটনায় আহত হন ধূপগুড়ি থানার এক আধিকারিক। কৃষকদের দাবি, অবিলম্বে আন্তরাজ্য আলু রপ্তানি চালু করতে হবে। শনিবার দুপুরে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট থেকে মিছিল করে প্রথমে ধূপগুড়ি চৌপথি এলাকায় রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখান কৃষকরা। অবরোধ করা হয় এশিয়ান হাইওয়ে ৪৮ সহ জাতীয় সড়ক।
বিক্ষোভকারী কৃষকদের দাবি, ভিন রাজ্যে যেতে দেওয়া হচ্ছে না আলু। রাজ্যের সীমান্ত গুলোতে গাড়ি গাড়ি আলু আটকে দিচ্ছে পুলিশ। কৃষকদের থেকে আলু কিনছে না পাইকাররা আলু না নেওয়ায় ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে আন্তরাজ্য আলু রপ্তানির অনুমতি দেওয়া হোক। নাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তাঁরা।