• দুই উড়ালপুলে অযথা যানজট! ফাইন ৫ হাজার
    এই সময় | ০৪ আগস্ট ২০২৪
  • এই সময়: মা ও এজেসি বোস রোড উড়ালপুলে কোনও গাড়ি বিকল হয়ে পড়লে বা ছোট কোনও দুর্ঘটনাকে ঘিরে বচসা করলেই ৫০০০ টাকা জরিমানা করবে পুলিশ। শনিবার এক্স হ্যান্ডল এবং ফেসবুকে পোস্ট করে একথা জানানো হয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে।সেখানে বলা হয়েছে, '‌এ ধরনের ঘটনা ঘটলে তা মসৃণ যান চলাচলে বাধা দেওয়ার ঘটনা হিসেবে গণ্য করা হবে। সেক্ষেত্রে ওই গাড়ি চালককে মোটর ভেহিক্যাল আইনের ১৯০(‌১)‌ ধারায় ৫০০০ বা তারও অতিরিক্ত টাকা জরিমানা করা হবে।'‌

    এজেসি বোস রোড এবং মা - শহর কলকাতার দুটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম উড়ালপুল। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে পার্ক সার্কাস, রুবি এবং চিংড়িহাটাকে সংযুক্ত করে এই দুটি ব্রিজ। পুলিশের পরিসংখ্যান বলছে, প্রায় প্রতিদিনই এই দুটি উড়ালপুলের উপর গড়ে ৫টিরও বেশি গাড়ি বিকল হয়ে পড়ে। ফলে দুই লেন বিশিষ্ট উড়ালপুলের একটি লেন সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে যান।

    যানজটের সৃষ্টি হয়। এই সমস্যার মোকাবিলা করতে সবসময় ট্র্যাফিক পুলিশের রেকার ভ্যান তৈরি থাকে। আবার অনেক ক্ষেত্রে এজেসি বোস রোড ও মা উড়ালপুলের ওপর কিছু গাড়ি বা বাইক চালক পাশের বা সামনে থাকা অন্য গাড়ি-‌বাইকে ধাক্কা মেরে ঝামেলা শুরু করে দেন। তা নিয়েও দুই উড়ালপুলের ওপর সাময়িকভাবে যানজট হয়।

    মূলত সকাল ও সন্ধ্যাবেলা স্কুল, কলেজ ও অফিস টাইমে গাড়ির বেশ চাপ থাকে দুটি উড়ালপুলে। সব মিলিয়ে পুলিশকে যানজট রুখতে নাজেহাল হতে হয়। সেই সমস্যা এড়াতে কলকাতা ট্র্যাফিক পুলিশ জানিয়েছে, 'উড়ালপুলে কোনওরকম দুর্ঘটনা ঘটলে অন্য গাড়ির নম্বর নোট করে রাখুন। তারপর স্থানীয় ট্র্যাফিক গার্ড বা থানার দ্বারস্থ হোন। উড়ালপুলের ওপর বচসায় জড়াবেন না।'‌
  • Link to this news (এই সময়)