আগামী ৭ দিন বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, হাওয়া বদল কবে?
এই সময় | ০৪ আগস্ট ২০২৪
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের নজর আগামী কয়েকদিনের আবহাওয়ার দিকে। কিন্তু, এখনই কোনও আশার কথা শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সাত দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে চলবে বৃষ্টিপাত। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে।কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
সকাল থেকেই শহর কলকাতার আকাশ মেঘলা। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৩ ডিগ্রি সেলসিয়াস কম এবং এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৯৪ শতাংশ। কলকাতায় আগামী ৪৮ ঘণ্টা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে পরিমাণ কিছুটা কমতে পারে রবিবার।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে থামবে বৃষ্টিপাত। কিন্তু, সেভাবে কোনও আশার আলো দেখাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। রবিবার কিছুটা হলেও কমবে বৃষ্টি।
রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আপাতত সোমবারের জন্য কোনও সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। বৃষ্টির জন্য কমতে পারে দৃশ্যমানতা। একইসঙ্গে তাপমাত্রা কমবে জেলায় জেলায়। কিন্তু, অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
রবিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। সোমবার অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা কালিম্পং এবং আলিপুরদুয়ারে। এছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। মঙ্গলবার উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বুধবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে।