জীবনের 'অলিম্পিক'-এ জিততে চায় এই হোম আবাসিকরা, দেখে এল 'চান্দু চ্যাম্পিয়ন'...
আজকাল | ০৪ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ওদের জীবনে নেই বাবা-মা। নেই পিসি-মাসি বা দাদা-দিদিরা। তাই ইচ্ছে থাকলেও হাত ধরে সিনেমাহলে নিয়ে যাওয়ার কেউ নেই। ইচ্ছে ছিল একদিন সিনেমাহলে গিয়ে ছবি দেখবে। ইচ্ছাপূরণ হল। শনিবার পূর্ব বর্ধমানের বামচান্দাইপুর গ্রামের সরকারি হোমের আবাসিক ৫০ জন নাবালিকা ও কিশোরীকে দেখানো হল 'চান্দু চ্যাম্পিয়ন'। আনন্দের হিল্লোল সকলের মধ্যে। 'বদ্ধ' জীবনে এল ছুটির স্বাদ।
জেলা শিশু সুরক্ষা আধিকারিক সুদেষ্ণা মুখোপাধ্যায় বলেন, 'যেভাবে সভাধিপতি-সহ গোটা জেলা পরিষদের কর্তারা এগিয়ে এসেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ।' এই হোমে শিশু ও কিশোরীরা ১৮ বছর বয়স পর্যন্ত থাকতে পারবে। ওদের যাতে প্রশিক্ষণ দিয়ে ভবিষ্যৎ জীবনে চলার রাস্তা সুগম করে দেওয়া যায় সেই দাবিও উঠল। আশ্বাস দিলেন সভাধিপতি। দাবি বিবেচনা করার।