• ‘‌মা উড়ালপুলে’‌ গাড়ি দাঁড় করানো যাবে না, কড়া নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ
    হিন্দুস্তান টাইমস | ০৪ আগস্ট ২০২৪
  • আজ, রবিবার থেকে আর ‘‌মা উড়ালপুলে’‌ গাড়ি দাঁড় করানো যাবে না। শুধু তাই নয়, মা উড়ালপুলে গাড়ি খারাপ হয়ে গেলেও দিতে হবে মোটা টাকা জরিমানা। কলকাতা পুলিশের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি হয়েছে। আর সেই নির্দেশিকা থেকে এটা স্পষ্ট, ট্রাফিক নিয়ে আরও কড়া হতে চলেছে কলকাতা পুলিশ। এবার রক্ষণাবেক্ষণের অভাবে যদি গাড়ি খারাপ হয় তাও আবার মা উড়ালপুলে তাহলেই গুনতে হবে মোটা টাকার জরিমানা। এই জরিমানা করবে পুলিশ। অত্যন্ত প্রয়োজন ছাড়া কোনও অবস্থাতেই ফ্লাইওভারে গাড়ি দাঁড় করানো যাবে না।

    ‘‌মা উড়ালপুল’‌ হচ্ছে রাজ্যের সব থেকে ব্যস্ততম ফ্লাইওভার। এই উড়ালপুল ব্যবহার করে দিনে–রাতে মিলিয়ে লক্ষ লক্ষ গাড়ি। তাই এখানে কোনওরকম যানজট হলে বা সমস্যা দেখা দিতে সেটা সামলাতে হয় কলকাতা ট্র‌্যাফিক পুলিশকে। তবে শুধু মা উড়ালপুলের ক্ষেত্রে নয়, এজেসি বোস রোডের ক্ষেত্রেও এই একই নিয়ম কার্যকরা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। মা উড়ালপুলে যানজটে পড়লে নাকাল হতে হয় শহরবাসীকে। বহু ক্ষেত্রেই দেখা যায়, গাড়ি খারাপ হয়ে গিয়ে যানজট তৈরি হচ্ছে। এই যানজট তৈরি হলে অন্তত একঘণ্টা থমকে যায় আচার্য প্রফুল্লচন্দ্র রোড, মা উড়ালপুল, পার্ক সার্কাস থেকে শুরু করে ইএম বাইপাস।

    এই পরিস্থিতি আর যাতে না হয় এবং মানুষকে যানজটের সমস্যা পড়তে না হয় তাই এই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। কলকাতা পুলিশ নিজেদের এক্স হ্যান্ডেলে এই নির্দেশিকা দিয়েছে। যেখানে তারা উল্লেখ করেছে, রক্ষণাবেক্ষণের অভাবে মা উড়ালপুলে গাড়ি খারাপ হওয়া থেকে শুরু করে টুকটাক পথ দুর্ঘটনায় উড়ালপুলে গাড়ি থামিয়ে বচসা জুড়লে তা আর মানা হবে না। বরং এই কাজ করার জন্য গুনতে হবে পাঁচ হাজার টাকা জরিমানা। আসলে মা উড়ালপুলে যানজট কমাতে এই নয়া উদ্যোগ নিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, মোটরযান আইনের ১৯০ ধারা অনুযায়ী, এই সব ক্ষেত্রে পাঁচ হাজার টাকা বা তার বেশি জরিমানা দিতে হতে পারে।


    এছাড়া মা উড়ালপুলে গাড়ির চাপ থাকে প্রত্যেকদিন। বিশেষ করে অফিস টাইমে এই উড়ালপুলে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে। সেখানে কোনওরকম সমস্যা দেখা দিলে তীব্র যানজটের সৃষ্টি হয়। আর তখন এজেসি বোস রোড, মা উড়ালপুলের জ্যাম নিয়ে তিতিবিরক্ত হয়ে ওঠে পুলিশ। তাই আরও কড়া হচ্ছে তারা। উড়ালপুলে গাড়ি দাঁড় করালেই এবার থেকে জরিমানা করা হবে। যানজটের জেরে উড়ালপুলে গাড়ি চলাচল থমকে গেলে তীব্র বিপাকে পড়তে হয় যাত্রীদের। এই পদক্ষেপের পর গাড়ি চালকরা সচেতন হবেন বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)