এই সময়, হাবরা: টেন্ডার সংক্রান্ত বৈঠক চলাকালীন হাবরা-২ ব্লকের বিডিওকে গালিগালাজ, হুমকি-সহ জলের বোতল ছুড়ে মারার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। এই ঘটনা সামনে আসতেই জোর বিতর্ক শুরু হয়েছে প্রশাসনিক মহলে। শুক্রবার হাবরা-২ ব্লকের বিডিও অফিসে ঘটনাটি ঘটে।অভিযোগ, বিডিওকে হেনস্থা করার পর উল্টে তাঁর বিরুদ্ধেই জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি।হাবরা ২-এর বিডিও সীতাংশুশেখর শিটের সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাসের বিভিন্ন ইস্যুতে আগে থেকেই বিরোধ ছিল। সম্প্রতি ব্লকের উন্নয়নমূলক কাজ নিয়ে হাবরা ২ বিডিও অফিসে বৈঠক হয়। উন্নয়নের কাজের টেন্ডার নিয়ে বৈঠক ছিল।
ওই বৈঠকে বিডিও, সভাপতি ছাড়াও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ফজলুর রহমানও ছিলেন। অভিযোগ, বৈঠক চলাকালীন প্রথমে বিডিওর সঙ্গে বচসায় জড়ান রতন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৈঠকের মধ্যেই বিডিওকে গালিগালাজ, হুমকি এমনকী জলের বোতল ছুড়ে মারে রতন।
রতন বলেন, ‘বোতল ছোড়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিডিও কোনও উন্নয়নের কাজই করেন না৷ ফলে আমাদের ব্লক পিছিয়ে পড়েছে। তাই টেন্ডার নিয়ে বৈঠক চলাকালীন রাগের মাথায় বোতল সরিয়ে রাখতে গিয়ে পড়ে গিয়েছে।’ যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি বিডিও সীতাংশুশেখর শিট।
জেলা প্রশাসনের এক কর্তা বলেন, ‘বিষয়টি নিয়ে দপ্তরে অভিযোগ এসেছে। কী কারণে সমস্যা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।’ বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘এটা ব্লকের নিজেদের মধ্যে কোনও একটা সমস্যা হয়েছে। জেলাশাসক বিষয়টি দেখছেন। তবে জেলাশাসক আমায় বলেছেন ওই বিডিওর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।’
রাজ্য বিজেপির সদস্য তাপস মিত্র বলেন, ‘এটা গণতন্ত্রের পক্ষে লজ্জার। প্রশাসনের যদি মেরুদণ্ড সোজা থাকে, তা হলে অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে দেখাক।