• রবিবার আরও ১.২০ লক্ষ কিউসেক জল ছাড়ছে ডিভিসি, বন্যার আশঙ্কা কোন কোন জেলায়? ...
    আজকাল | ০৪ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে আরও এক লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ছে ডিভিসি। রবিবার ভোরবেলা থেকে শুরু হয়েছে তার প্রক্রিয়া। বেলা বাড়লে জল ছাড়ার পরিমাণও বৃদ্ধি পেতে পারে। এর ফলে রাজ্যের একাধিক জেলায় বন্যার আশঙ্কা রয়েছে।

    গত কয়েকদিন ধরেই ভারি বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই শনিবার এক লক্ষ কিউসেক জল ছেড়েছিল ডিভিসি। যা ঘিরে গতকাল অসন্তোষ প্রকাশ করেছিল নবান্ন। জেলায় জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। আজ আরও ১.২০ লক্ষ কিউসেক জল ছাড়ছে ডিভিসি। এই জল ছাড়ার ফলে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কাঁকসার বেশ কিছু অংশে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। 
  • Link to this news (আজকাল)