• বৃষ্টি থামলেও আজও অন্ডাল বিমানবন্দর থেকে বাতিল সমস্ত উড়ান, ক্ষুব্ধ যাত্রীরা ...
    আজকাল | ০৪ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টি থামলেও রবিবারেও অন্ডাল বিমানবন্দরে বাতিল সমস্ত উড়ান। শুক্রবার থেকে বৃষ্টির জেরে জল জমেছিল বিমানবন্দরে। এর জেরে বিমান পরিষেবা স্তব্ধ হয়। রবিবার রোদ ওঠার পর জল নামলেও, সমস্ত উড়ান বাতিলের ঘোষণা করা হয় অন্ডাল বিমানবন্দরে। এর জেরে চরম ভোগান্তিতে যাত্রীরা। বিমানবন্দরের সামনে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

    জানা গিয়েছে, শুক্রবারে বিমানবন্দরের টার্মিনালের ভিতরে জল ঢুকে গিয়েছিল। বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং দিল্লিগামী মোট তিনটি শহরের বিমান পরিষেবা বাতিল করে দেওয়া হয়েছিল। শনিবারেও আবহাওয়ার উন্নতি না হওয়ায়, জল জমে থাকায় সমস্ত বিমান বাতিল করা হয়। রবিবার রোদ উঠলেও সিদ্ধান্ত বদল করল না কর্তৃপক্ষ। কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের ডাইরেক্টর কৈলাস মণ্ডল জানিয়েছেন, সোমবার থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (আজকাল)