এই রাস্তায় ফাইন ৭০০ থেকে ৫ হাজার! কলকাতা পুলিশের নতুন সিদ্ধান্ত, সাবধান...
আজকাল | ০৪ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: শহরের বুকে গড়ে তোলা হয়েছে মা সেতু। পার্ক সার্কাস মোড় এবং এজেসি বোস রোড হয়ে ওঠা যায় মা উড়ালপুলে। খুব কম সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যায় সেক্টর ফাইভ বা গড়িয়া। এবার সেই উড়ালপুলের ক্ষেত্রেই বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ।
বহুক্ষেত্রে দেখা গিয়েছে মা উড়ালপুলে উঠে গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশের রেকার ভ্যানকে এরকম সময় কাজে লাগাতে হয় যার ফলে ব্যাহত হয় যান চলাচল। শুধু তাই নয় ছোটখাটো কোনও সংঘর্ষে এক গাড়ির চালক অন্য গাড়ির চালকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করে বসেন। যার ফলে হয় হাতাহাতি এবং যানজট। কিছুদিনের মধ্যেই এই বর্ধিত জরিমানার বিষয়টি সমস্ত ট্রাফিক গার্ডকে জানিয়ে দেওয়া হবে।