• শুল্ক কমলেও বিরাম নেই পাচারে, হিলিতে যুবকের পায়ু থেকে উদ্ধার ২৫০ গ্রাম সোনা
    হিন্দুস্তান টাইমস | ০৪ আগস্ট ২০২৪
  • কেন্দ্রীয় বাজেটে সোনার ওপর আমদানি শুল্কে বিপুল ছাড় ঘোষণা করা হলেও বাংলাদেশ থেকে সোনা পাচারের প্রবণতা কমছে না। ফের দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচারের সময় গ্রেফতার হলেন এক ব্যক্তি। পায়ুর ভিতর প্রায় ২৫০ গ্রাম সোনা উদ্ধার করলেন বিএসএফ ও শুল্ক দফতরের আধিকারিকরা।


    পড়তে থাকুন - ভুয়ো রেশন কার্ড বানিয়ে তছরূপ, TMCর ব্লক সভাপতির বাবাকে ২ কোটি টাকা ফাইন রাজ্যের

    শনিবার বিকেলে হিলি সীমান্তের হাঁড়িপুকুরে এক সন্দেহভাজন যুবককে আটক করেন বিএসএফ জওয়ানরা। সুজন মণ্ডল নামে ওই যুবক স্থানীয় বাসিন্দা। ৬১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা শুল্ক দফতরের আধিকারিকদের সহযোগিতায় তাঁকে তল্লাশি শুরু করেন। মেটাল ডিটেকটর পায়ুর কাছে নিয়ে যেতেই বেজে ওঠে যন্ত্রটি। এর পর জেরায় পায়ুতে সোনা লুকিয়ে রাখার কথা স্বীকার করে সে। ধৃতের পায়ু থেকে ২টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। যার ওজন ২৩৩.২৩ গ্রাম। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ১৬.৫০ লক্ষ টাকা বলে শুল্ক দফতরের তরফে জানানো হয়েছে।

    বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে সোনা নিয়ে এক ভারতীয় যুবক অনুপ্রবেশের চেষ্টা করছে বলে তাদের কাছে খবর ছিল। সেই খবরের ভিত্তিতে সীমান্ত ফটকে ওই যুবককে আটক করেন BSF জওয়ানরা।


    কেন্দ্রীয় বাজেটে সোনার ওপর আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পর বাংলাদেশ থেকে সোনা পাচারের প্রবণতা কমবে বলে আশা করা হয়েছিল। কিন্তু এখনো তেমন কোনও লক্ষণ দেখা যাচ্ছে না বলেই বিএসএফ সূত্রে খবর।

    ধৃত যুবককে হিলি থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএসএফ আধিকারিকরা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)