• থানার ভিতরে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ কর্মীর ওপর ছুরি নিয়ে হামলা চালাল অভিযুক্ত
    হিন্দুস্তান টাইমস | ০৪ আগস্ট ২০২৪
  • গত কয়েক সপ্তাহে পুলিশের ওপর গুলি চালানোর একের পর এক ঘটনা দেখেছে রাজ্যবাসী। এবার থানার ভিতরে পুলিশের ওপর ছুরি নিয়ে হামলা চালাল এক অভিযুক্ত। ঘটনা পুরুল্যা সদর থানার। গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ।


    পড়তে থাকুন - ভুয়ো রেশন কার্ড বানিয়ে তছরূপ, TMCর ব্লক সভাপতির বাবাকে ২ কোটি টাকা ফাইন রাজ্যের

    জানা গিয়েছে, চুরির ঘটনার তদন্তে পুরুল্যা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহিদ আনসারিতে আটক করে থানায় নিয়ে এসেছিল পুলিশ। থানার ভিতর তাকে জিজ্ঞাসাবাদ করছিলেন তদন্তকারী আধিকারিকরা। সঙ্গে ছিলেন এক সিভিক ভলান্টিয়ার। তখনই ছুরি বার করে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত। ছুরির আঘাতে আহত হন তাঁরা। এর পর কোনও ক্রমে তাকে ধরাশায়ী করেন ২ জন। এর পর ছুরি হাতে আত্মহত্যার হুমকি দিতে থাকে অভিযুক্ত। সাহিদ আনসারির বিরুদ্ধে পুলিশের কাছে আগে থেকেই অভিযোগ ছিল। এর আগেও গ্রেফতার হয়েছে সে।

    আহত পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়ারকে চিকিৎসার জন্য দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। থানার ভিতর কর্তব্যরত পুলিশকর্মীর ওপর ছুরি নিয়ে হামলার ঘটনায় পুলিশকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া ও আত্মহত্যার চেষ্টার মামলা রুজু হয়েছে।


    গত কয়েক সপ্তাহে রাজ্যে একাধিক জায়গায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। কুলতলি থেকে জলপাইগুড়িতে আক্রান্ত হয়েছেন পুলিশকর্মীরা। এবার থানার মধ্যে ছুরি নিয়ে পুলিশের ওপর হামলা চালাল এক দুষ্কৃতী। বিরোধীদের দাবি, রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ায় দুষ্কৃতীদের মনোবল এখন চরমে। তারা জানে, যাই করুক না কেন তৃণমূলের ছাতার তলায় থাকলে সাত খুন মাফ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)