নদী বাঁধ ভেঙে হুহু করে জল ঢুকছে গ্রামে, বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা...
আজকাল | ০৫ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: পূর্ব বর্ধমানের বড়শুলের পুতুন্ডা গ্রামের কাছে বাঁকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত এলাকা। এলাকার মানুষজনকে আশ্রয়শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক।
অতিরিক্ত জেলাশাসক প্রসেনজিৎ দাস জানিয়েছেন, ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। কিছুক্ষণ আগেই তা করা হয়েছে। যে ভাঙন হয়েছে তা আমাদের নজরে আছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে।