• মিনি টর্নেডোয় ক্ষতিগ্রস্ত ধনিয়াখালির একাংশ, ঘটনাস্থলে বিধায়ক-বিডিও
    দৈনিক স্টেটসম্যান | ০৫ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, ধনিয়াখালি: মিনি টর্নেডোয় লন্ডভন্ড সন্তোষপুর-ধনিয়াখালি, ক্ষয় ক্ষতি দেখতে গেলেন বিধায়ক,বিডিও। সরকারি আধিকারিক দেখেন, বাড়িঘর চাল উড়ে গিয়েছে। বড় বড় গাছপালা-বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়ে রয়েছে। জিয়ারা গ্রাম ছাড়াও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ধনিয়াখালির নিশ্চিন্দপুর, হবিবপুর গ্রামে। তারকেশ্বরের উপর দিয়ে বয়ে গেছে মিনি টর্নেডো। শনিবারের এই ঘূর্ণিঝড়ে দাপটে লন্ডভন্ড সন্তোষপুর ও ধনিয়াখালির গোপীনগর-২ গ্রাম পঞ্চায়েত এলাকা। রবিবার সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ ঘুরে দেখলেন বিধায়ক রামেন্দু সিংহ রায়,ধনিয়াখালির বিডিও রাজর্ষি চক্রবর্তী,হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি।

    তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ বলেন, “হাতিরশুরের মতো পাক খাওয়া ঘূর্ণিঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কেউ হতাহত হননি। বাড়ি ঘরের অনেক ক্ষতি হয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জেনারেটর চালিয়ে আলোর ব্যবস্থা করা হয়েছে। বিপর্যয়ের ক্ষয়ক্ষতি এলাকার ছবি তুলে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে।”হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি বলেন, পঞ্চায়েত ব্লক পুলিশ প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে আছে। অনেকেই গৃহহীন হয়েছেন। সবার জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব কষে গ্রামবাসীদের সাহায্য করবে। মিনি টর্নেডোয় তাণ্ডবে বিপাকে গ্রামবাসীরা।

  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)