অর্ণব আইচ: সিবিআই পরিচয় দিয়ে ‘ডিজিটাল গ্রেপ্তার’-এর নাম করে কোটি টাকা হাতিয়ে গ্রেপ্তার বৃদ্ধ। ওই কোটি টাকার মধ্যে ৫০ লক্ষ টাকা জমা পড়ে ৭১ বছর বয়সের ওই বৃদ্ধের অ্যাকাউন্টে। সুরজ সিং নামে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করেন লালবাজারের সাইবার থানার আধিকারিকরা। রবিবার বৃদ্ধকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাঁর জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী। অভিযুক্তকে ১৭ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশের দাবি, কেরল, দিল্লি, লাক্ষাদ্বীপের মতো বিভিন্ন জায়গায় এই চক্রের মাথারা গা ঢাকা দিয়ে রয়েছে। তাদের সন্ধানে এই জায়গাগুলিতে হানা দিতে হবে বলে দাবি গোয়েন্দা পুলিশের।
পুলিশ জানিয়েছে, গত জুন মাসে দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ের এক বাসিন্দার কাছে হোয়াটস অ্যাপ কল আসে। হোয়াটস অ্যাপের ডিপিতে এক পুলিশ অফিসারের ছবি। নিজেকে সিবিআই আধিকারিক বলে পরিচয় দিয়ে ওই ব্যক্তি জানায়, মুম্বই পুলিশ একটি প্যাকেট উদ্ধার করেছে। ওই প্যাকেটে মাদক রয়েছে। তিনি মাদক চক্রে জড়িত বলে প্রমাণ মিলেছে। তাই সিবিআই তাঁকে ‘ডিজিটাল গ্রেপ্তার’ করেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও তাঁর বিরুদ্ধে হাওলার অভিযোগ তুলেছে। সরাসরি গ্রেপ্তারির হাত থেকে বাঁচতে গেলে তাঁকে টাকা দিতে হবে বলে জানানো হয়।
পাম অ্যাভিনিউয়ের ওই বাসিন্দা ভয় পেয়ে কয়েক দফায় ১ কোটি ২ লক্ষ টাকা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠান। এর মধ্যে সুরজ সিংয়ের অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা জমা পড়ে। সেই সূত্র ধরেই গোয়েন্দারা উত্তর শহরতলির খড়দহে হানা দেন। সেখান থেকেই সুরজ সিংকে গ্রেপ্তার করা হয়। এই চক্রের বাকিদের সন্ধানে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।