দিঘার রাস্তায় সুসজ্জিত ডবল ডেকার বাস, নতুন পরিষেবা চালুর ভাবনা?
এই সময় | ০৫ আগস্ট ২০২৪
দিঘায় বিলাসবহুল প্রমোদতরী পরিষেবা চালু হচ্ছে কিছুদিনের মধ্যেই। পর্যটকদের জন্য বাড়তি মনোরঞ্জনের উদ্যোগ নিয়েছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। কয়েকমাসের মধ্যেই সেই পরিষেবা চালু হওয়ার কথা। এর পাশাপাশি, ক্রুজ পরিষেবার সঙ্গে সম্পর্কযুক্ত নতুন বিলাসবহুল বাস পরিষেবার পরিকল্পনা চলছে।
পিপিপি মডেলে হোটেল থেকে পর্যটকদের প্রমোদতরী ছাড়বার স্থান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ডবল ডেকার বাস চালু করার চিন্তাভাবনা চলছে। যদিও, নতুন এই বাস পরিষেবা চালু করার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে কিছু জানানো হয়নি। তবে, যে সংস্থার তরফে এই বাস পরিষেবা চালু করা হতে পারে, তাঁদের তরফে জানানো হয়েছে, ট্রায়াল রানের জন্যেই এই বাস রাস্তায় নামানো হয়েছে। ট্রায়াল রান সফল হলে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত কয়েক বছরে দিঘাকে সুন্দর করে তোলার জন্য প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঝাঁ চকচকে রাস্তা, আধুনিক পার্ক, বিনোদনের পরিবেশের সঙ্গে এবার নতুন পালক সংযোজিত হচ্ছে। প্রমোদ তরীর সঙ্গে দিঘায় যুক্ত হতে পারে ডবল ডেকার বাস পরিষেবাও। মূলত প্রমোদ তরীর যাত্রীদের নিয়ে আসা ও যাওয়ার জন্য এই পরিষেবা চালু করা হবে।
শঙ্করপুর মৎস্য বন্দরের একবারের কাছে নায়েকালী মন্দির চত্বরে তৈরি করা হয়েছে জেটি। সেখান থেকে প্রমোদ তরীতে চেপে সমুদ্রের রূপ দর্শন করতে পারবেন পর্যটকেরা। ইতিমধ্যেই সাজসজ্জার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এমভি নিবেদিতা নামের সম্পূর্ণ বাতানুকূল প্রমোদ তরীটি। বিশেষ কিছু কারণের জন্য এখনও পর্যন্ত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)- এর এই প্রমোদ ভ্রমণ পরিষেবা চালু হয়নি।
প্রমোদ তরী নিয়ে প্রস্তুতি পর্ব শেষ হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে এখনই এই পরিষেবা উদ্বোধন হচ্ছে না বলে জানিয়েছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। তবে আলো ঝলমলে ডবল ডেকার বাসটি ইতিমধ্যে ট্রায়েল রান দিতে শুরু করেছে। সরকারি গ্রীন সিগনাল পেলেই পরিষেবার কাজ শুরু। কবে পরিষেবা চালু হয়, অপেক্ষায় পর্যটকরা।