• হড়পা বানে বিপত্তি! নৈহাটিতে গঙ্গায় ভেসে গেল গাড়ি, দেখুন ভিডিয়ো
    এই সময় | ০৫ আগস্ট ২০২৪
  • হড়পা বানে বিপত্তি নৈহাটি ফেরি ঘাটে। জলের তোড়ে নদীতে ভেসে গেল গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে যায় ঘাট চত্বরে। পরে গাড়িগুলোকে উদ্ধার করা হয়। ঘাট চত্বরে আসা জনসাধারণকে সতর্ক করা হয়েছে পুরসভার তরফে।জানা গিয়েছে, নৈহাটির ফেরি ঘাট চত্বরে তিনটি চার চাকা গাড়ি হড়পা বানে গঙ্গায় ডুবে যায়। পরে গাড়িগুলিকে উদ্ধার করে পাড়ে টেনে নিয়ে আসে স্থানীয়রা। ফেরি ঘাট চত্বরে নদীর পাড়ে গাড়িগুলি পার্ক করে রাখা ছিল। হড়পা বানে জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে জলের তোড়ে গাড়িগুলি নদীতে ভেসে চলে যায় বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

    খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নৈহাটির পুরপ্রধান। এই গাড়িগুলি করে আরোহীরা বড়মার মন্দিরে পুজো দিতে এসেছিলেন বলে জানা গিয়েছে। বাইরে থেকে বড়মার দর্শনে আসা ভক্তরা এই ফেরিঘাট চত্বরে গাড়ি পার্কিং করে মন্দিরে যান। এরপরেই ঘটে বিপত্তি। হঠাৎ বান এসে ঘাট চত্বরে জল ঢুকে গেলে গাড়িগুলি গড়িয়ে নদীতে ভেসে যায়। তবে, গাড়ির ভেতর কেউ ছিলেন না। ঘটনায় কেউ হতাহত হননি। কিছুদিন আগেও একটি গাড়ি জোয়ারে গঙ্গায় টেনে নিয়ে যায়। যদিও এখানে গাড়ি পার্কিং নিয়ে বড়মা কমিটি সতর্ক করেছে।

    বিষয়টি নিয়ে নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের দাবি, নিষেধ সত্ত্বেও মানুষ গার্ড রেল সরিয়ে দিয়ে গাড়ি রাখছে। এখন বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ছে। যে কারণে গঙ্গায় জল বেড়েছে। তার উপর হড়পা বান আসছে। সেই কারণে মানুষকে সতর্ক করা হচ্ছে। এটা আমাদের দায়বদ্ধতা। পুরসভার তরফ থেকে ঘাট চত্বরে আসা জনসাধারণকে বারবার সতর্ক করা হয়েছে। এরকম বিপত্তি যাতে আর না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, কিছুদিন আগে আসানসোলের কল্যাণপুরে সেতু থেকে নুনিয়া নদীতে জলের তোড়ে একটি গাড়ি ভেসে যায়। পরের দিন নুনিয়া নদীতেই ঘটনাস্থল থেকে খানিকটা দূরে গাড়ির ভিতর থেকেই চালকের দেহ উদ্ধার করা হয়।
  • Link to this news (এই সময়)