ভারি বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল, দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু ৩ জনের, আহত একাধিক ...
আজকাল | ০৫ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ভারি বৃষ্টিতে দেওয়াল ধসে দক্ষিণ ২৪ পরগনায় পরপর দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। আহত একাধিক। একটি দুর্ঘটনা ঘটেছে জয়নগরে, অন্যটি জীবনতলায়।
সোমবার সকালে জীবনতলা থানার দক্ষিণ কুমিরমারী গ্রামে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দুই শিশুর। দুই শিশুর নাম সামির মোল্লা(২) ও উচ্চিবা মোল্লা(৬)। এদিন সকালে আচমকাই মাটির দেওয়াল ভেঙে চাপা পড়ে দু'জনে। সেই সময় ঘুমোচ্ছিলেন দু'জনেই। কার্যত ঘুমের মধ্যেই দেওয়াল চাপা পড়ে। তড়িঘড়ি দু'জনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।