গভীর নিম্নচাপ সরলেও বৃষ্টি থেকে রেহাই নেই, চলতি সপ্তাহেও দুর্যোগের ভ্রূকুটি বাংলায় ...
আজকাল | ০৫ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থেকে সরে গেছে গভীর নিম্নচাপ। নিম্নচাপ সরলেও বৃষ্টির থেকে এখনই মিলবে না রেহাই। চলতি সপ্তাহ জুড়েই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে জেলায় জেলায়। মেঘলা আকাশ, একটানা বৃষ্টিতে তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে। যদিও জল জমে আরও দুর্ভোগ বাড়তে পারে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তরবঙ্গের সব জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে। আগামী পাঁচ দিন উপরের পাঁচ জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হবে।