কেমিস্ট্রি অলিম্পিয়াড: সেরা স্কুল জি ডি বিড়লা, কলেজ সেন্ট জেভিয়ার্স...
আজকাল | ০৫ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : প্রথম কেমিস্ট্রি অলিম্পিয়াডের ফল ঘোষণা হল। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিনে এই অনুষ্ঠানের আয়োজন করে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এবং ইন্ডিয়ান কেমিকাল কাউন্সিল। এসএনইউ ক্যাম্পাসে হয় এই অনুষ্ঠান। স্কুল বিভাগে প্রথম হয় জি ডি বিড়লা সেন্টার ফর এডুকেশন। অংশ নিয়েছিল মাধুপি মুখার্জি, রাহিনী সাহা এবং দিতসা বিশ্বাস।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন এসএনইউ উপাচার্য প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, ইন্ডিয়ান কেমিকাল কাউন্সিল চেয়ারম্যান দেবর্ষি দত্তগুপ্ত, ইন্ডিয়ান কেমিকাল কাউন্সিলের ডিরেক্টর জেনারেল সথি সেলভাম, বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বামী সর্বোত্তমানন্দ, ডাও কেমিকাল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের সিইও চন্দ্রকান্ত নায়েক, প্রফেসর জি ডি যাদব, এসএনইউ -র ইন্ডাস্ট্রি রিলেশন ডিরেক্টর ইনা বোস এবং এসএনইউ -র রসায়ন বিভাগের প্রধান রাজদীপ দে।