• বিধানসভায় মমতার ঘরে নওশাদ, দুজনের আলাপচারিতা নিয়ে জোর জল্পনা
    প্রতিদিন | ০৫ আগস্ট ২০২৪
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। খানিকক্ষণ কথা হয় দুজনের। কী কথা হয়েছে তাঁদের, তা নিয়ে মাথাচাড়া দিয়েছে জল্পনা।

    সোমবার বিধানসভা কক্ষেই ছিলেন নওশাদ সিদ্দিকি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পৌঁছন। তার পরই নওশাদ বিধানসভায় মুখ্যমন্ত্রীর কক্ষে পৌঁছন। কী হয়েছে দুজনের, তা নিয়ে জল্পনার শেষ নেই। নওশাদ অবশ্য সাংবাদিকদের সামনে দাবি করেন, ফুরফুরা শরিফের ব্যাপারে কথা হয়েছে দুজনের। নওশাদ হলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির ভাই। 

    অনেকেই বলছেন, ফুরফুরা শরিফের উন্নয়নের ব্যাপারে সরকারের সঙ্গে সেতুবন্ধনের কাজ করেন বরাবর ত্বহা সিদ্দিকি। সেক্ষেত্রে কেন নওশাদ এ বিষয়ে কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন, তা নিয়ে জল্পনা দানা বেঁধেছে। এর আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারীর বৈঠক ঘিরেও জল্পনা দানা বেঁধেছিল। শুভেন্দুর সঙ্গে ছিলেন মনোজ টিগ্গা। পরে ওই বৈঠক নিয়ে ব্যাখ্যাও দেন রাজ্যের বিরোধী দলনেতা। এবার নওশাদ এদিনের সাক্ষাৎ প্রসঙ্গে আরও কিছু বলেন কিনা, সেটাই দেখার।
  • Link to this news (প্রতিদিন)