• লোকসভা ভোটের পর পায়ের তলা আলগা হচ্ছে মাটি, বিধানসভায় মমতার ঘরে গেলেন নওসাদ
    হিন্দুস্তান টাইমস | ০৫ আগস্ট ২০২৪
  • লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার কথা ঘোষণা করেও রণে ভঙ্গ দেন তিনি। ভোটগ্রহণের দিনগুলিতেও তাঁর নিষ্ক্রিয়তা ছিল প্রশ্নের মুখে। সেই নওসাদ সিদ্দিকি সোমবার বিধানসভায় দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তবে কি সরকারের সঙ্গে কোনও সন্ধির পথে হাঁটতে চলেছেন ফুরফুরা শরিফের পিরজাদা? আকাশে - বাতাসে ঘুরছে সেই প্রশ্ন।


    পড়তে থাকুন - BJPর বিরুদ্ধে বঙ্গভঙ্গের অভিযোগ তুলে উত্তরবঙ্গের মুখ বন্ধ করার চেষ্টা করছে TMC

    সোমবার ছিল বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিন। সেদিনই বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে যান নওসাদ। বেশ কিছুক্ষণ কথা হয় ২ জনের মধ্যে। মুখ্যমন্ত্রীর ঘর থেকে বেরিয়ে নওসাদ সাংবাদিকদের জানান, ফুরফুরা শরিফের উন্নয়ন নিয়ে কথা হয়েছে।

    মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে তাঁর সঙ্গে নওসাদের সাক্ষাৎ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গত বিধানসভা ভোটে নির্ণায়ক শক্তি হওয়ার জন্য লড়াই করে ১টি আসনে থামতে হয়েছিল ISFকে। একমাত্র প্রার্থী হিসাবে ভাঙড় থেকে জিতেছিলেন নওসাদ। তার পর ISFএর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকিকে আর রাজনীতির মঞ্চে দেখা যায়নি। লোকসভা ভোটে দলের হাল আরও খারাপ হয়েছে। বামেদের সঙ্গে জোট ভেঙে ভোট কাটলেও কোথাও তেমন সুবিধা করতে পারেনি তারা। এমনকী লোকসভা ভোটের পর নওসাদের বিধানসভা কেন্দ্র ভাঙড়ে ISFএর সংগঠনে ধস নেমেছে। তাহলে কি এবার তৃণমূলের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে চাইছে ISFএর। সেই দৌত্যেরই সূচনা হল বিধানসভায় পরিষদীয় পরিবেশে?


    মমতা - নওসাদ সাক্ষাৎ নিয়ে যদিও মুখ খুলতে চাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ISF একটা আলাদা দল। তারা কার সঙ্গে সাক্ষাৎ করবে সেটা তাদের ব্যাপার।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)