আমাদের ফাঁদে পা দিয়েছেন স্পিকার, এবার ওনাকে রাজ্যপালের কাছে যেতে হবে: শুভেন্দু
হিন্দুস্তান টাইমস | ০৫ আগস্ট ২০২৪
স্পিকারের বিরুদ্ধে অনাস্থা এনে তাঁকেই ফাঁদে ফেলেছে বিজেপি। সোমবার বিধানসভার বাজেট অধিবেশনের শেষে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা রুখতে বিধানসভার অধিবেশন সামপ্ত বলে ঘোষণা করতে বাধ্য হয়েছেন স্পিকার। যার ফলে বিধানসভার শীতকালীন অধিবেশন ডাকতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখাপেক্ষী থাকতে হবে তাঁকে।
গত ৩০ জুলাই পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা। সেই প্রস্তাবের ওপর সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব ডেপুটি স্পিকারের ওপর ন্যাস্ত করেন বিমানবাবু। সোমবার বিধানসভার অধিবেশনের সমাপ্তি ঘোষণা হওয়ায় সেই প্রস্তাবের আর কোনও বৈধতা রইল না।
পড়তে থাকুন - BJPর বিরুদ্ধে বঙ্গভঙ্গের অভিযোগ তুলে উত্তরবঙ্গের মুখ বন্ধ করার চেষ্টা করছে TMC
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘আমরা চেয়েছিলাম স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হোক। স্পিকার মহোদয় বিজ়নেস রুলসের মধ্যে ঢুকেছেন। যেহেতু ওনার বিরুদ্ধে অনাস্থা তাই ডেপুটি স্পিকারকে দিয়ে রুলিং দিয়েছেন। তিনি হাউজ়কে চলমান রাখছিলেন যাতে রাজ্যপালের কাছ থেকে অনুমোদন নিতে না হয়। এই কারণেই গত বাজেট অধিবেশনে রাজ্যপালকে দিয়ে বক্তৃতা করাননি। আমাদের পাতা ফাঁদে আজকে ডেপুটি স্পিকার মহোদয় পা দিয়েছেন। এর পর শীতকালীন অধিবেশন করতে গেলে ফাইলটা পাঠাতে হবে রাজ্যপালের কাছে। আমরা চাইছিলাম উনি রাজ্যপালের কাছে যান। আপনি বেআইনি ভাবে ৭ জনকে শপথবাক্য পাঠ করিয়েছেন। সংবিধানকে অগ্রাহ্য করে। আপনি এবার যাতে রাজভবনে ছোটেন সেই ব্যবস্থাটা আজকে আমরা করে দিয়েছি।’
রাজ্য – রাজ্যপাল সংঘাতের জেরে রাজ্যপালকে এড়িয়ে অধিবেশন ডাকার জন্য গত শীতকালীন অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেননি স্পিকার। নিয়ম মেনে বিধানসভার একটি অধিবেশনের সমাপ্তি ঘোষণা করলে পরবর্তী অধিবেশন শুরু করতে হয় রাজ্যপালের ভাষণের মাধ্যমে। কিন্তু শীতকালীন অধিবেশনের সমাপ্তি ঘোষণা না করায় এবার বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ছাড়াই শুরু হয়। যা এক নজিরবিহীন ঘটনা।