• ‘আপনার বাড়িতেও চা খেতে যাব’, বিধানসভায় শুভেন্দুকে বললেন মমতা, তবে কি বরফ গলছে?
    হিন্দুস্তান টাইমস | ০৫ আগস্ট ২০২৪
  • রাজ্য রাজনীতিতে ২ জনের অহি - নকুলের সম্পর্ক। এহেন শুভেন্দু অধিকারী আমন্ত্রণ জানালে তাঁর বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্য ভাগের বিরোধিতায় গৃহীত প্রস্তাবের ওপর বক্তব্য রাখার সময় এই কথা বলেন মুখ্যমন্ত্রী। যদিও এব্যাপারে বিধানসভার বাইরে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি শুভেন্দুবাবু।


    পড়তে থাকুন - BJPর বিরুদ্ধে বঙ্গভঙ্গের অভিযোগ তুলে উত্তরবঙ্গের মুখ বন্ধ করার চেষ্টা করছে TMC

    সোমবার বিধানসভায় রাজ্য ভাগের বিরুদ্ধে প্রস্তাবের ওপর বলতে উঠে শুভেন্দুবাবু বলেন, মুখ্যমন্ত্রী রাজ্য ভাগের বিরোধিতার করা বললেও তিনিই বিনয় তামাং, অনীত থাপাদের সঙ্গে বৈঠক করেন। রাজ্য ভাগের আরেক দাবিদার মাওবাদী ছত্রধর মাহাতো তাঁর দলের নেতা। এমনকী আলাদা রাজ্যের দাবিতে সরব অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী চা খেয়ে এসেছেন।

    বক্তব্য রাখার সময় শুভেন্দুবাবুর বক্তব্যের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ চা খেতে আমন্ত্রণ জানালে তার বাড়িতে যেতেই পারি। এটা সৌজন্য। আপনি চা খেতে আমন্ত্রণ জানালে আপনার বাড়িতেও যাব। মমতার এই মন্তব্য নিয়ে বিধানসভার বাইরে সাংবাদিকদের কিছু বলতে চাননি শুভেন্দু অধিকারী। যদিও এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করেছে সিপিএম।


    সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘শুভেন্দুকে মিস করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর বাড়ি যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। যদি পুরনো শুভেন্দুকে আবার ফিরে পাওয়া যায়... তবে এই সৌজন্য ভালো। এতে তৃণমূল ও বিজেপির মধ্যে যে ভুয়ো কুস্তি চলে তা প্রমাণিত হয়ে গেল। মানুষ ধীরে ধীরে বুঝতে পারবে, বিজেপি মানেই তৃণমূল আর তৃণমূল মানেই বিজেপি।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)