• বৃষ্টি কমলেও জল ঢোকার আশঙ্কা, কুমোরপাড়া থেকে মূর্তি সরিয়ে ফেলছেন শিল্পীরা...
    আজকাল | ০৬ আগস্ট ২০২৪
  • মিল্টন সেন: টানা কয়েকদিন ধরে চলতে থাকা বৃষ্টি থেমেছে। কিন্তু আকাশ এখনও মেঘলা। মাঝে মধ্যেই শুরু হচ্ছে বৃষ্টি। বাড়ছে গঙ্গার জলস্তর। আর এই দুর্যোগপূর্ণ আবহাওয়া সমস্যায় ফেলেছে মৃৎশিল্পীদের। সামনেই পুজোর মরসুম। তার আগে বিশ্বকর্মা পুজো। কুমোরপাড়ায় এখন কার্যত মৃৎশিল্পীদের দম ফেলার সময় নেই। কিন্তু এবারে পরিবর্তিত আবহাওয়া সবকিছুকেই যএন উল্টে দিয়েছে। রং করা দূরের কথা, তৈরি করা প্রতিমা শুকানোই দায় হয়ে উঠেছে মৃৎশিল্পীদের কাছে। তাই প্রতিমা গড়ার কাজ আপাতত ফেলে রেখে প্রতিমাকে বাঁচানোর দিকে নজর দিয়েছেন শিল্পীরা। কুমোরপাড়া থেকে সরিয়ে নেওয়া হচ্ছে একের পর এক প্রতিমা। আর মাস দুয়েক পরেই বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব। এবছর রাজ্য সরকারের তরফে দুর্গাপুজোয় সরকারি অনুদান বাড়িয়ে ৮৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। ফলে, পুজো উদ্যোক্তাদের উৎসাহ বেড়েছে। সময়ের আগেই ময়দানে নেমে পড়েছেন অনেকেই। গত কয়েক বছরে দেখা গিয়েছে মহালয়ার দিন উদ্বোধন হচ্ছে একাধিক পুজো।

    বৃষ্টি আর সম্প্রতি ডিভিসির ছাড়া জলে জেলার একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে। অত্যাধিক বৃষ্টির জন্য সমস্ত কুমোর পাড়াই জলমগ্ন। ঠাকুর যেখানে তৈরি করে রাখা হয় সর্বত্র জল জমে রয়েছে। তাই উপায় খুঁজে না পেয়ে সোমবার শিল্পীরা বাধ্য হয়ে ঠাকুর সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছেন। ব্যাণ্ডেল কালীতলা এলাকার মৃৎশিল্পী বিশ্বজিৎ পাল জানিয়েছেন, ‘পুজোর আর খুব বেশি দিন বাকি নেই। দুর্গাপুজোর, যা বায়না হয়েছে সময়মত সব প্রতিমা তুলে দিতে হবে। তার আগে আছে বিশ্বকর্মা পুজো। সেই প্রতিমারও বায়না নেওয়া আছে। আবহাওয়া খুব খারাপ। তার উপর গঙ্গায় জল বাড়ছে। তাই চিন্তা বাড়ছে’।
    ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)