আজকাল ওয়েবডেস্ক: ছুটিতে বেড়াতে গিয়ে অজান্তেই বিপদ ডেকে আনছেন পর্যটকরা! সমুদ্র সৈকত জুড়ে শুধুই মাইক্রো প্লাস্টিক! সাগর পাড়ের এই দশা দেখে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানী এবং পরিবেশবিদরা।
পলিথিন ব্যাগ, প্ল্যাস্টিকের বোতল, সিগারেটের বাট, সিন্থেটিক ফ্রেব্রিক, গাড়ির টায়ার, মাছ ধরার নেট থেকে মাইক্রো প্লাস্টিক ছড়িয়ে পড়ে সাগর পাড়ে। কখনও কখনও সামুদ্রিক প্রাণীরাও সেগুলো খেয়ে ফেলে। খাবারের মাধ্যমে এগুলো মানবদেহে প্রবেশ করলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারেন যে কেউ।