দয়া করে প্ররোচনামূলক কিছু পোস্ট বা কমেন্ট করবেন না, বাংলাদেশ নিয়ে কেন্দ্রের কথামতো চলবে রাজ্য: মমতা ...
আজকাল | ০৬ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ নিয়ে যে কোনও বিতর্কিত পোস্ট বা কমেন্ট করা থেকে বিরত থাকুন। আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার বিকেলে বিধানসভা থেকে বেরিয়ে এই আবেদন করেন তিনি। এবিষয়ে তিনি পরিষ্কার জানিয়ে দেন, তাঁর দলের সকলকেই সতর্ক করে বলা হয়েছে কোনওরকম বিতর্কিত কিছু পোস্ট বা কমেন্ট না করতে। মমতার কথায়, 'দয়া করে এমন কোনও পোস্ট বা কমেন্ট করবেন না যাতে তার থেকে অশান্তি শুরু হয়।' বিজেপি-সহ রাজ্যে সমস্ত বিরোধী দলের উদ্দেশেই এই একই আবেদন করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, 'আমি অনেক বিজেপি নেতাদের দেখছি তাঁরা পোস্ট করছেন। আমি সমস্ত দলের নেতাদের অনুরোধ করছি প্ররোচনামূলক কিছু পোস্ট করবেন না।' মুখ্যমন্ত্রী জানান, বাংলাদেশ একটি রাষ্ট্র। ভারতও একটি রাষ্ট্র। এই ইস্যুতে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। এই ইস্যুতে কেন্দ্রের কথামতই চলবে রাজ্য। কার্যত পশ্চিমবঙ্গের এক বিরাট সীমান্ত বাংলাদেশের সঙ্গে। এরাজ্যে চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে নিয়মিত বাংলাদেশ থেকে যাতায়াত করেন সেখানকার নাগরিকরা। কোনওভাবে যাতে অন্য দেশের অভ্যন্তরীণ ঘটনা এরাজ্যে কোনও অশান্তির কারণ না হয় সেকথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী এই আবেদন করেন।