• বিধানসভায় নজিরবিহীন ঐক্য, তৃণমূলের বঙ্গবঙ্গ বিরোধী প্রস্তাবে সমর্থন বিজেপিরও!
    ২৪ ঘন্টা | ০৬ আগস্ট ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিধানসভায়  নজিরবিহীন ঐক্য়। তৃণমূলের বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব সমর্থন করল বিজেপিও! শুভেন্দু অধিকারী বললেন, 'অবিভক্ত পশ্চিমবঙ্গের কথা বলে প্রস্তাব দিন'। শাসকদলের আনা প্রস্তাবে যোগ করা হল বিরোধী দলনেতার বক্তব্য়ও। শেষে বিধানসভার সর্বসম্মতিত্রুমে পাস হয়ে গেল সংশোধিত প্রস্তাব।

    আজ, সোমবার ছিল বাদল অধিবেশনের শেষদিন। বিধানসভার বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবে পেশ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী। তার আগেই অবশ্য় বক্তব্য় রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু। মন্ত্রী শোভনদেবকে 'অবিভক্ত পশ্চিমবঙ্গের কথা' বলে প্রস্তাব আনার অনুরোধ করেন তিনি। এরপর মু্খ্যমন্ত্রী বিরোধী দলনেতার বক্তব্য মূল প্রস্তাবে জুড়ে দিতে বলেন মুখ্যমন্ত্রী। সেই মতো স্পিকারের কাছে বিকল্প প্রস্তাব জমা দেন শোভনদেব।  

    অধিবেশন শেষে শুভেন্দু বলেন, 'আমরা প্রস্তাব রেখেছি যে, আমরা সবাই অখণ্ড, অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এটা দিয়ে গিয়েছেন। আমি ইতিহাস তুলে ধরেছিলাম। সংখ্যায় আমরা কম, ওরা বেশি। বিধানসভার নেতা সবাইকে অনুরোধ করলেন যে মেনে নিন। ওনারা একটা লাইন ছোট করেছেন, আমরা মেনে নিয়েছি। সেটাও প্রায় একই। যেটা আছে, আমরা পশ্চিমবঙ্গ ভাগের বিরোধী। আমাদের অবস্থানও তাই'। 

    বিরোধী দলনেতার দাবি,  'ওনাদের যে প্রস্তাব, সেটি রাজনৈতিক দলিল ছিল।  তাতে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ উন্নয়নে টাকা দেয়নি লেখা ছিল। সুকান্ত মজুমদারের কথার অপব্য়াখ্যা করে লেখা ছিল। ওই প্রস্তাবকে প্রত্যাহার করে, বিকল্প প্রস্তাব রেখেছেন। বিরোধী দলনেতার উদ্ধৃতি গিয়েছে। পশ্চিমবঙ্গের উন্নয়নে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ'।

  • Link to this news (২৪ ঘন্টা)