• জেলা পুলিসের থানাগুলিতে সৌরবিদ্যুতের গ্রিড বসাতে নবান্নকে প্রস্তাব রাজ্য পুলিসের
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদ্যুৎ সাশ্রয় করতে এবং খরচ কমাতে এবার জেলা পুলিসের থানাগুলিতে এবার সৌরবিদ্যুতের গ্রিড তৈরির পথে হাঁটতে চাইছে নবান্ন। এই প্রকল্প বাস্তবায়িত করতে প্রচুর টাকার প্রয়োজন। তাই ধাপে ধাপে এই কাজ করতে চায় রাজ্য সরকার। কোন কোন জেলায় সৌরবিদ্যুতের গ্রিড তৈরি করা যাবে, তা নিয়ে শীঘ্রই সমীক্ষা শুরু হবে বলে খবর। ইতিমধ্যেই সালুয়ায় কাউন্টার ইন্সারজেন্সি ফোর্সের ক্যাম্পে সৌরবিদ্যুতের জন্য গ্রিড তৈরির পরিকল্পনা চূড়ান্ত হয়েছে বলে খবর। একারণে নবান্ন থেকে প্রয়োজনীয় অর্থসাহায্য চেয়েছেন পুলিস ডিরেক্টরেটের আধিকারিকরা। পশ্চিম মেদিনীপুরের সালুয়ার ক্যাম্পকে গ্রিন ক্যাম্পাস করতে চাইছে রাজ্য পুলিস। তারই পদক্ষেপ হিসেবে সেখানে সৌরবিদ্যুতের গ্রিড তৈরির জন্য ওয়েবরেডাকে দিয়ে সমীক্ষা করানো হয়। তারা রিপোর্ট দিয়ে জানিয়ে দেয়, কী ধরনের গ্রিড দরকার। এরজন্য খরচ হবে আনুমানিক ৭ কোটি ৭১ লক্ষ টাকা। যাতে আগামী দিনে গোটা সালুয়া ক্যাম্পাসে সৌরবিদ্যুতের সাহায্যে আলো, পাখা জ্বালানো যায়। ধীরে ধীরে গ্রিডের সংখ্যা বাড়ানো হবে। এর ফলে সরকারের বছরে কয়েক কোটি টাকা বেঁচে যাবে। দ্রুত এই প্রকল্প তৈরির জন্য টাকা চেয়ে নবান্নকে চিঠি পাঠানো হয়েছে বলে খবর। 

    এরপরই জেলার থানাগুলিতে সৌরবিদ্যুতের গ্রিড বসানোর ভাবনা মাথায় আসে কর্তাদের। কারণ বিদ্যুতের মিল মেটাতে গিয়ে সরকারের কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে সেই টাকা বকেয়া থেকে যাচ্ছে। সৌরবিদ্যুৎ দিয়ে থানার কাজ চালানো গেলে সেই অর্থে সরকারের অনেক টাকা বেঁচে যাবে। যা পুলিসের আধুনিকীকরণ সহ অন্যান্য কাজে ব্যবহার করা যাবে। কর্তাদের ব্যাখ্যা, একমাত্র বর্ষাকালে হয়তো কিছুটা সমস্যা হবে, সেকারণে বিকল্প ব্যবস্থা হিসেবে বিদ্যুৎ সংযোগ রাখা হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই প্রকল্পকে বাস্তবায়িত করতে চিন্তাভাবনা চলছে।
  • Link to this news (বর্তমান)