• দলের বিরুদ্ধেই ক্ষোভ জানিয়ে ওয়াকআউট বিজেপি বিধায়কের
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিজের দলের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করে সোমবার বিধানসভা ত্যাগ করলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বাংলাভাগের বিরুদ্ধে প্রস্তাবের উপর তাঁকে বলতে না দেওয়ায় নিজের দলের বিরুদ্ধেই গর্জে ওঠেন তিনি। বিধানসভার বাইরে এসে তিনি বলেন, প্রথমত ২০২১ সালে আমাকে ভুল বুঝিয়ে দলে আনা হয়েছিল। দলের যে সমস্ত বিধায়ক কোনোদিন বিধানসভায় আসেন না, আজ তাঁদের এনেই ভাষণ দেওয়ানো হচ্ছে। ওঁদের বিরুদ্ধে বলব বলেই আমাকে বলতে দেওয়া হয়নি। তাই আমি ওয়াকআউট করলাম। বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে বলেও বিষ্ণুপ্রসাদের অভিযোগ। তাঁর কথায়, সবসময় বিজেপি বঙ্গভঙের কথা বলে। কিন্তু বিধানসভায় বলছে উল্টো কথা। আসলে, বিজেপি ভুল বোঝাচ্ছে। 

    আসল সত্য সকলের সামনে আনতে তিনি বই লিখছেন বলেও জানিয়েছেন। তবে কোনোমতেই তিনি বিজেপি ছাড়বেন না বলেও দাবি করেন বিষ্ণুপ্রসাদ। কারণ, তিনি দলে থেকেই এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
  • Link to this news (বর্তমান)