• উচ্চ মাধ্যমিক: আদর্শ ওএমআর শিটের নমুনা প্রকাশ করল সংসদ
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দ্বাদশ শ্রেণির প্রথম এবং উচ্চ মাধ্যমিক স্তরের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা ওএমআর শিটেই হবে। সোমবার সেই ওএমআর শিটের নমুনা প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। রাজ্য এবং সর্বভারতীয় প্রবেশিকার জন্য পড়ুয়াদের তৈরি করতেই ওএমআর চালুর ভাবনা এসেছিল সংসদ প্রশাসকদের মধ্যে। এটা স্কুল স্তরে একেবারেই নতুন ভাবনা। ছাত্রছাত্রীরাও পরিচিত নয়। তাই তাদের সড়গড় করার জন্য নমুনা ওএমআরের পাশাপাশি, তাতে কীভাবে উত্তর লিখতে হবে, সেই সংক্রান্ত নির্দেশাবলিও দেওয়া হয়েছে। কালো বা নীল কালি ছাড়া কোনও কলম ব্যবহার করা যাবে না। চারটি বিকল্পের মধ্যে সঠিকটির পাশে থাকা নির্দিষ্ট বৃত্তকেই পেন দিয়ে ভরাট করতে হবে। কালি যেন বৃত্তের বাইরে না যায়। ওএমআর শিট যেন ভাঁজ না হয়, সঠিকভাবে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লেখা থাকে প্রভৃতি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশাবলি দেওয়া হয়েছে। এগুলি শিক্ষকরা ছাত্রছাত্রীদের আরও ভালো করে বুঝিয়ে দেবেন। শিক্ষকদের আশা, আদর্শ প্রশ্নাবলি এবং উত্তরপঞ্জিও দ্রুত প্রকাশ করবে সংসদ।
  • Link to this news (বর্তমান)