• ডিভিসি জল ছাড়া কমালেও বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার
    বর্তমান | ০৬ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও আসানসোল: রাজ্য সরকারের চাপে ও বৃষ্টি কমে যাওয়ায় অবশেষে জল ছাড়ার পরিমাণ কমাতে শুরু করেছে ডিভিসি। রবিবার রাত থেকে পাঞ্চেত বাঁধের জল ছাড়ার পরিমাণ কমানো শুরু হয়েছিল। সোমবার সকালে তা আরও কমেছে। এদিন সকালে মাইথন-পাঞ্চেত মিলিয়ে ৪৯ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এর মধ্যে মাইথন থেকে ছাড়া জলের পরিমাণ ৬ হাজার কিউসেকই রয়েছে। রবিবার সকালে পাঞ্চেত-মাইথন মিলিয়ে ১ লক্ষ ২০ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছিল। রাতে তা কমিয়ে ৭৫ হাজার কিউসেক করা হয়। 

    তবে জল ছাড়া কমানো হলেও বন্যা পরিস্থিতি নিয়ে বেশ চিন্তায় আছে রাজ্য সরকার। কারণ গত শনি-রবিবার থেকে যে বিপুল পরিমাণ জল ডিভিসি ছেড়েছে, তা এবার পূর্ব বর্ধমান-হুগলি-হাওড়া জেলার নিম্ন দামোদর অববাহিকা এলাকায় নামতে শুরু করেছে। পাঞ্চেত থেকে ইতিমধ্যে বিপুল পরিমাণে জল ছাড়ার জন্য সোমবার সকালেও দুর্গাপুর ব্যারেজ থেকে ১ লক্ষ ১৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন-পাঞ্চেত থেকে যে জল ছাড়া হয়, তা দুর্গাপুর ব্যারেজ হয়ে নিম্ন দামোদর অববাহিকায় আসে। ডিভিসি-র প্রচুর পরিমাণে জল ছাড়ার পাশাপাশি ভরা কোটাল থাকায় উদ্বেগ আরও বেড়েছে। সোমবার বিধানসভা ভবনে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসি-র জল ছাড়া নিয়ে মন্ত্রীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যেভাবে জল ছাড়া হচ্ছে তা ভয়ঙ্কর। যে কোনও সময় মানুষের বিপদ হতে পারে। বন্যা দুর্গত এলাকার বিধায়কদের পরিস্থিতির উপর নজর রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী। ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী বলেছেন, যেভাবে ডিভিসি বেশি জল ছেড়েছে, তাতে এটা ম্যান মেড বন্যা। জেলাশাসকদের সঙ্গেও ইতিমধ্যে কথা বলে তাঁদের পরিস্থিতি মোকাবিলার জন্য যাবতীয় ব্যবস্থার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোনে কথা বলেন। দামোদর নদের উপর ঝাড়খণ্ড সরকার নিয়ন্ত্রিত তেনুঘাট বাঁধ থেকে বিপুল পরিমাণ জল ছাড়া হচ্ছিল। তেনুঘাট থেকে ছাড়া জল পাঞ্চেত বাঁধে আসে। এই কারণে মাইথনের তুলনায় পাঞ্চেত বাঁধ থেকে অনেক বেশি জল ছাড়ছিল ডিভিসি। রবিবার তেনুঘাট থেকে জল ছাড়ার হারের পরিমাণ ১ লক্ষ কিউসেক থেকে ২৮ হাজার কিউসেকে নেমে এসে। মুখ্যমন্ত্রী এদিন ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এই ব্যাপারে ঠিকমতো জানতেন না। তাঁকে তিনি বিষয়টি বোঝান। ঝাড়খণ্ড থেকে বেশি জল ছাড়া হয়েছে। ডিভিসি আগে থেকে জল ছাড়তে শুরু করলে একসঙ্গে এত বেশি জল ছাড়ার প্রয়োজন হতো না। 
  • Link to this news (বর্তমান)